নিজস্ব প্রতিবেদন : 'সান-ডে মানেই ফান-ডে'। এই কথাটা ২৮ ফেব্রুয়ারি অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut) এর ক্ষেত্রে ছিল একেবারেই উপযুক্ত। টিম 'তেজস'র সঙ্গে নিজের মানালির বাড়িতে দিনটা মন্দ কাটল না কঙ্গনার। তারই কয়েকটুকরো মুহূর্ত টুইটারে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন বলিউডের 'কুইন'।
অভিনেত্রীর শেয়ার করা একটি ছবিতে টিম 'তেজস'-র সঙ্গে সোফায় বসে আলাপ আলোচনা করতে দেখা যাচ্ছে কঙ্গনাকে। আরও একটি ছবিতে খাবার টেবিলে টিম 'তেজস'কে আপ্যায়নের ব্যবস্থা করতে দেখা যাচ্ছে অভিনেত্রী (Kangana Ranaut)কে। অভিনেত্রীর পরনে ছিল অফশোল্ডার টপ ও আকাশী রঙের স্কার্ট। ছবিগুলি পোস্ট করে কঙ্গনা লিখেছেন, ''রবিবারটা বেশ ভালোই কাটল। তেজস টিমের সদস্যরা স্ক্রিপ্ট পড়ার জন্য এসেছিলেন। নতুন টিমকে আপ্যায়ন করতে পেরে ভালোই লাগছে। আগামী মাসে ওরাই হবে আমার পরিবার। শুভ যাত্রা।''
আরও পড়ুন-অস্ত্রোপচার শেষ, ঠিক কী হয়েছে Amitabh Bachchan-র?
Very special Sunday.... my Tejas team came over for readings, loved hosting my lovely new crew, now for coming months this is my family #Tejas
— Kangana Ranaut (@KanganaTeam) February 28, 2021
Happy journey guys @sarveshmewara1 @RSVPMovies pic.twitter.com/SD5A87APu8
কঙ্গনা (Kangana Ranaut)র পোস্ট করা ছবিতে ফুটে ওঠেছে সুন্দর করে সাজানো অভিনেত্রীর মানালির বাংলোর অন্দরমহলের কিছু ছবি। তার পোস্ট থেকে জানা যাচ্ছে আগামী মাসেই 'তেজস'র শ্যুটিং শুরু করবেন কঙ্গনা।