Home> বিনোদন
Advertisement

আগুন পোহাতে পোহাতে খেলেন সিঙাড়া, গাজরের হালুয়াও বানালেন কঙ্গনা

 নববর্ষের সেলিব্রেশনটা একটু অন্যভাবেই করলেন কঙ্গনা, এক্কেবারে দেশি স্টাইলে।

আগুন পোহাতে পোহাতে খেলেন সিঙাড়া, গাজরের হালুয়াও বানালেন কঙ্গনা

নিজস্ব প্রতিবেদন: লাউড মিউজিকে নাচ, আর মদ্যপান, কেককাটা, এভাবেই পাশ্চাত্য ঢঙে পার্টি করেই সাধারণত বি-টাউনের সেলেবদের বর্ষবরণ করতে দেখা যায়। এবারেও বি-টাউনের অধিকাংশ সেলেবকে সেভাবেই বর্ষবরণ করতে দেখা গেছে। তবে বলিডিভা এসবের থেকে অনেকটাই হটকে। তাই নববর্ষের সেলিব্রেশনটা একটু অন্যভাবেই করলেন কঙ্গনা। এক্কেবারে দেশি স্টাইলে।

মুম্বইয়ে নয়, নতুন বছরকে স্বাগত জানাতে কঙ্গনা পৌঁছে গিয়েছিলেন তাঁর হোমটাউনে। মানালিতে নিজের বানানো বাংলোতে ফায়ার প্লেসের সামনে বসে মা-বাবা, ভাই বোনের সঙ্গে সিঙাড়া খেতে খেতেই নতুন বছরকে স্বাগত জানালেন কঙ্গনা। এদিনও অবিনেত্রীর কোলে ছিল তাঁর আদরের বোনপো পৃথ্বী। ছবিটি টুইটারে পোস্ট করে কঙ্গনার বোন রঙ্গোলি চান্দেল লিখেছেন, ''সবাইকে নববর্ষের শুভেচ্ছা, চারিদিকে রাস্তা যখন বন্ধ, তখন বাড়িতে হল সামোসা (সিঙাড়া) পার্টি। ''

আরও পড়ুন- ৪৪এ সোনালি বেন্দ্রে, দেখুন কীভাবে জন্মদিন সেলিব্রেট করলেন ক্যান্সার আক্রান্ত অভিনেত্রী...

পাশাপাশি বাড়িতে বসে বোনপো (রঙ্গোলি চান্দেলের ছেলে) পৃথ্বীকে আদরে ভরিয়ে দিতে দেখা যায় কঙ্গনাকে। এখানেই শেষ নয়, বাড়িতে নিজের হাতে গাজরের হালুয়াও বানালেন কঙ্গনা।

প্রসঙ্গত, নতুন বছরের শুরুতেই (২৫ জানুয়ারি) মুক্তি পেতে চলেছে কঙ্গনা রানাওয়াতে মনিকর্নিকা: দ্যা কুইন অফ ঝাঁসি ছবিটি। ইতিমধ্যেই ছবির ট্রেলার দর্শকদের মন কেড়েছে। আশাকরা হচ্ছে ছবিটি বক্স অফিসে বেশ ভালোই ব্যবসা করবে।

আরও পড়ুন-মালাইকাকে হাত ধরে বাড়িতে ঢোকালেন অর্জুন, সেলিব্রেট করলেন নববর্ষ, বনি কাপুর কি জানেন?

Read More