Home> বিনোদন
Advertisement

একের পর এক পিৎজা একাই সাবাড় করে ফেললেন, দেখে অবাক Kareena-র বন্ধুরা

অন্তঃসত্ত্বা থাকাকালীন পছন্দের খাবার খাওয়ার সমস্ত সাধ পূরণ করে নিয়েছেন বেবো। সম্প্রতি সেকথাই খোলসা করেছেন করিনা। 

একের পর এক পিৎজা একাই সাবাড় করে ফেললেন, দেখে অবাক Kareena-র বন্ধুরা

নিজস্ব প্রতিবেদন : খেতে ভীষণ ভালোবাসেন, তবে অভিনেত্রী হওয়ার দৌলতে, ছিপছিপে ফিগার ধরে রাখার প্রয়োজনে পছন্দের অনেককিছুই ছাড়তে হয়েছে করিনা কাপুর খানকে (Kareena Kapoor Khan)। তবে 'চিট ডে'- মাঝেমধ্যে খাবার নিয়ে কারচুপি চলতেই পারে। তবে অন্তঃসত্ত্বা থাকাকালীন পছন্দের খাবার খাওয়ার সমস্ত সাধই পূরণ করে নিয়েছেন বেবো। সম্প্রতি সেকথাই খোলসা করেছেন করিনা। 

সম্প্রতি নিজের লেখা 'প্রেগনেন্সি বাইবেল' বইতে অন্তঃসত্ত্বা থাকাকালীন অবস্থায় নিজের অনেক কথাই সামনে এনেছেন করিনা কাপুর (Kareena Kapoor Khan)। বুধবার ইনস্টাগ্রামে নিজের পিৎজা খাওয়ার ভিডিয়ো শেয়ার করেছেন করিনা। লিখেছেন, ''যখন আমি অন্তঃসত্ত্বা ছিলাম, তখন আমার মন খালি পিৎজা পিৎজা করত। একের পর এক পিৎজা খেয়ে সাবাড় করে ফেলতাম। যা দেখে বন্ধুরা হতবাক হয়ে যেত। ''

আরও পড়ুন-জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মহিলাদের কর্মসংস্থানে Meghan-র উদ্যোগের প্রশংসা Priyanka-র

ইনস্টাগ্রাম স্টোরিজে অনুরাগীদের প্রশ্নের উত্তরে একগুচ্ছ নিজের পছন্দের খাবারের তালিকা শেয়ার করেছেন করিনা (Kareena Kapoor Khan)। যেখানে রয়েছে ছোলে ভাটুরে, হোয়াইট সস স্প্যাগেটি, চিজি ক্রিমি টাইপ', পানি পুরি, আলুর চিপস, 'চাটপাটা' খাবার, এবং 'ঠান্ডা দুধ দিয়ে ফ্রস্টিজ'।  

আরও পড়ুন-'মাটিতে ফেলে পেটে লাথি মারত সিদ্ধার্থ', অভিযোগে বিবাহ বিচ্ছেদের পথে Arzoo Govitrikar

fallbacks

সম্প্রতি প্রকাশিত নিজের লেখা 'প্রেগনেন্সি বাইবেল' বইতে অন্তঃসত্ত্বা থাকাকালীন নানান অজানা কথা সামনে এনেছেন বেবো। জানিয়েছেন, অন্তঃসত্ত্বা থাকাকালীন তাঁকে বাইরে থেকে দেখতে যতটা গ্ল্যামারাস মনে হয়েছে, বিষয়টা মোটেও ততটা সহজ নয়। সেসময় কী কী কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে, নিজের লেখা বইতে সবই তুলে ধরেছেন করিনা। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

Read More