ওয়েব ডেস্ক: রেঙ্গুন দেখলেন করিনা কাপুর। ছবির প্রোমোশনে সইফ-কঙ্গনা-শাহিদ একসঙ্গে না এলেও, ছবিতে তাঁদের অভিনয় নিয়ে উচ্ছ্বসিত করিনা কাপুর।
বিশাল ভরদ্বাজের ছবিতে অভিনয় করেছেন তিনিও। কাজেই তিনি ঠিক জানেন যে, বিশালের ছবির মুন্সিয়ানাটা ঠিক কোথায়? সেই অভিজ্ঞতা থেকেই করিনা বললেন, বিশালের ছবিতে নেগেটিভ চরিত্ররাই বরাবর দর্শকদের চোখ টানে। তার সঙ্গে থাকে চিত্রনাট্যের জোর।
করিনা খোলাখুলি বললেন, এই ছবিতে এই সময়ের বলিউডের তিন সেরা অভিনেতা কাজ করেছেন। সইফ-করিনা-শাহিদ তাঁদের অভিনয় দজ্ঞতার শিখরে পৌঁছেছেন।
মে মাস থেকে শুরু করছেন Veere De Wedding এর শুটিং। ফ্লোরে ফেরার জন্য মুখিয়ে রয়েছেন তিনি।
আরও পড়ুন