Home> বিনোদন
Advertisement

সইফ কন্যা সারার বলিউডে ডেবিউ করা নিয়ে কী বললেন করিনা কাপুর?

সইফ কন্যা সারার বলিউডে ডেবিউ করা নিয়ে কী বললেন করিনা কাপুর?

ওয়েব ডেস্ক: সইফ কন্যা সারা আলি খানের বলিউডে অভিষেক নিয়ে অনেকদিন ধরেই নানারকম খবর ভেসে বেড়াচ্ছিল। অবশেষে জানা গিয়েছে যে, রাবতা নায়ক সুশান্ত সিং রাজপুতের বিপরীতে ডেবিউ করতে চলেছেন তিনি। কিন্তু এই খবরে কী বললেন করিনা কাপুর ? সইফ আলি খান –র প্রথম পক্ষের মেয়ে সারার বলিউডে আসা নিয়ে তিনি কি খুশি হয়েছেন?

কিছুদিন আগেই মা হয়েছেন করিনা কাপুর । ছেলে তৈমুর আলি খানকে নিয়ে তাই এখন খুবই ব্যস্ত তিনি। এছাড়াও মা হওয়ার পরই কাজ শুরু করে দিয়েছেন। তাই ছবির শ্যুটিং নিয়েও খুবই ব্যস্ত। সারা আলি খানের বলিউডে ডেবিউ করা নিয়ে করিনা কাপুর খান কতটা খুশি, এই প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি শিক্ষিকা নই। আমি আমার জীবন নিয়ে খুবই ব্যস্ত। ও (সারা) ওর ট্যালেন্ট এবং সৌন্দর্য দিয়ে চমকে দেবে সবাইকে।’

‘টিউবলাইট’-র ব্যর্থতার পর কী বললেন পরিচালক কবীর খান?

Read More