Home> বিনোদন
Advertisement

করিশ্মার জন্মদিনে কাপুরদের গ্র্যান্ড সেলিব্রেশন, দেখুন

করিনাম সইফ, সোনামরা হাজির হন

করিশ্মার জন্মদিনে কাপুরদের গ্র্যান্ড সেলিব্রেশন, দেখুন

নিজস্ব প্রতিবেদন : ৪৪-এ পড়লেন করিশ্মা কাপুর। দিদির জন্মদিন উপলক্ষ্যে বিদেশে পাড়ি দিলেন সইফ-করিনা। লন্ডনে বিজ্ঞাপনের ফটোশুট করে, ফেমিনা মিস ইন্ডিয়ার মঞ্চে পারফর্ম করার পর ফের লন্ডনে পাড়ি দেন ‘সইফিনা’। আর সেখানেই ‘লোলো’-র জন্মদিন পালন করলেন করিনা। সইফ, করিনার সঙ্গে লন্ডনে হাজির হন সোনাম কাপুর, আনন্দ আহুজাও। সেই সঙ্গে ব্যবসায়ী আদর পুনাওয়ালা এবং তাঁর স্ত্রী নাতাশা পুনাওয়ালাও হাজির হন।

লন্ডনের একটি বিলাসবহুল রিসর্টেই করিশ্মার ৪৪-তম জন্মদিনের পার্টি হয়। আর সেখানেই সইফ, করিনা, সোনাম, আনন্দদের দেখা যায় এক অন্যরকম মুডে। দেখুন সেই ভিডিও...

 

 
 
 

এদিকে করিনা, করিশ্মার সঙ্গে লন্ডনের ওই রিসর্টে সোনাম, আনন্দকে দেখা গেলেও, সেখানে হাজির হতে দেখা যায়নি মালাইকা অরোরা এবং অমৃতা অরোরাকে।

 

Read More