Home> বিনোদন
Advertisement

করণের সঙ্গে উপোস করে করওয়া চৌথ, ভিডিয়ো শেয়ার করলেন বিপাশা বসু

করণের সঙ্গে পোজ দেন বিপাশা 

করণের সঙ্গে উপোস করে করওয়া চৌথ, ভিডিয়ো শেয়ার করলেন বিপাশা বসু

নিজস্ব প্রতিবেদন : করওয়া চৌথের ছবি এবং ভিডিয়ো শেয়ার করলেন বিপাশা বসু। গত বছর স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গে যেভাবে করওয়া চৌথ পালন করেছিলেন, সেই ভিডিয়োই শেয়ার করলেন বাঙালি অভিনেত্রী। নিজের সোশ্যাল হ্যান্ডেলে ছবি এবং ভিডিয়ো শেয়ার করেন বিপাশা বসু।

বিপাশা বলেন, করওয়া চৌথ উপলক্ষ্যে প্রত্যেক বছর করণের সঙ্গে একযোগে উপোস করেন তিনি। দুজনে একসঙ্গে পালন করেন ওই উৎসব। করণের সঙ্গে এভাবেই চিরকাল বেঁধে বেঁধে থাকতে চান বলেও জানান অভিনেত্রী।

দেখুন....

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

২০১৬ সালে করণ সিং গ্রোভারের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন বিপাশা বসু। বাঙালি এবং পঞ্জাবি, পরপর দুই রীতিতে বাঁধা পড়েন করণ-বিপাশা। বিয়ের ৪ বছর পরও যে তাঁদের সম্পর্ক অটুট, তা করওয়া চৌথের ভিডিয়ো প্রকাশের মধ্যে দিয়ে স্পষ্ট করে দেন করণ সিং গ্রোভার এবং বিপাশা বসু।

Read More