Home> বিনোদন
Advertisement

'কউন বনেগা ক্রোড়পতি'-তে কার পা ছুঁয়ে প্রণাম করলেন অমিতাভ! দেখুন ভিডিয়ো

দর্শকদের জন্য রয়েছে বেশ কিছু চমক

'কউন বনেগা ক্রোড়পতি'-তে কার পা ছুঁয়ে প্রণাম করলেন অমিতাভ! দেখুন ভিডিয়ো

নিজস্ব প্রতিবেদন: জনপ্রিয় টেলিভিশন শো 'কউন বনেগা ক্রোড়পতি'-র ১১তম সিজনে দর্শকদের জন্য রয়েছে বেশ কিছু চমক। এবারের সিজনে অমিতাভ বচ্চনকে দেখা যাবে একজন প্রতিযোগীর পায়ে হাত দিয়ে প্রণাম করতে। 

কে এই বিশেষ প্রতিযোগী? যাঁর পায়ে হাত প্রণাম করলেন বিগ বি? সম্প্রতি 'কউন বনেগা ক্রোড়পতি' নিয়ে একটি ভিডিয়ো ভাইরাল হয়। যেখানে শোয়ের শুরুতে সমাজসেবী সিন্ধুতাই সাপকালের পায়ে হাত দিয়ে প্রণাম করেন 'বলিউডের শহেনশা'। 

আরও পড়ুন: বিশ্বের দরবারে ভারতকে কীভাবে তুলে ধরতে হয়, প্রিয়াঙ্কা জানেন

জানা যাচ্ছে, সমাজসেবী সিন্ধুতাই সাপকাল অনাথ শিশুদের লালন পালন করেন নিজের সন্তানের মতো করে। সিন্ধুতাই সাপকালকে তাই 'অনাথ শিশুদের মা' বলেও সম্মোধন করা হয়। শোয়ের সূত্র ধরে জানা যায়, ২০১৭ সালে রাষ্ট্রপতির কাছ 'নারী শক্তি' পুরষ্কার পান। এছাড়াও আরও বহু সম্মান পেয়েছেন সিন্ধুতাই। তার মধ্যে রয়েছে ২০১৩ সালে 'আইকনিক মাদার'-এর জন্য জাতীয় পুরষ্কার। 

আরও পড়ুন: উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে এবার পর্দায় আনছেন বিবেক ওবেরয়

'কউন বনেগা ক্রোড়পতি' চলাকালীন কথাবার্তার মাঝে অমিতাভ সিন্ধুতাইকে জিজ্ঞাসা করেন, গোলাপি শাড়ির প্রতি তাঁর এত ভাললাগার কারণ কী? উত্তরে সিন্ধুতাই বলেন, "জীবনে এত অন্ধকার দেখেছি, এবার একটু গোলাপির ছোঁয়া লাগুক।" 

Read More