জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শুক্রবারই ঘোষণা করা হয় ৭১ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার (71st National Film Awards)। সেরা পরিচালনার জন্য জাতীয় পুরস্কার পান দ্য কেরালা স্টোরির (The Kerala Story) পরিচালক সুদীপ্ত সেন (Sudipto Sen)। প্রথমদিন থেকেই এই ছবি নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। কেরালা স্টোরি পেয়েছিল প্রোপাগান্ডা ছবির তকমাও। সেই পরিচালকের জাতীয় পুরস্কার জেতায় ক্ষুব্ধ কেরালার (Kerala) মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন (Pinarayi Vijayan)।
২০২৩ সালে মুক্তি পাওয়া কেরালা স্টোরির বিরুদ্ধে ধর্মান্তরণে ইন্ধন থেকে শুরু করে সন্ত্রাসবাদ-সহ নানা বিষয়ে সমালোচনা তৈরি হয়। সেই ছবির জন্য সেরা পরিচালকের স্বীকৃতি পেয়েছেন সুদীপ্ত সেন, এই খবর প্রকাশ্যে আসার পরেই চটেছেন পিনরাই বিজয়ন। পরিচালকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে কেরালার মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যমে বলেছেন, ‘‘দ্য কেরালা স্টোরি’ সিনেমার সাফল্য কেরালাবাসীর জন্য চূড়ান্ত অবমাননাকর। এই ধরনের সিনেমাকে হাতিয়ার করে সঙ্ঘ পরিবার ধর্মীয় মেরুকরণের রাজনীতি ছড়ানোর চেষ্টা করে।’’
পিনরাই বিজয়ন এক্স হ্যান্ডেলে লেখেন, ‘‘জুরি এই ধরনের সিনেমাকে পুরস্কৃত করে কেরালার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে এবং সাম্প্রদায়িক শান্তি ভঙ্গ করার চেষ্টা করছে। এই স্বীকৃতি শুধুমাত্র মালয়লিদের অপমান নয়, দেশের সম্প্রীতির প্রতি আস্থা ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র। এমন সিনেমাকে যারা পুরস্কৃত করেছেন, তারা নিশ্চিত ভাবে সঙ্ঘ পরিবারকে খুশি করতে এই সিদ্ধান্ত নিয়েছেন।’’
আরও পড়ুন- Shah Rukh Khan: ৩৩ বছরের অপেক্ষার অবসান! প্রথম জাতীয় পুরস্কার পেলেন শাহরুখ খান...
সিনেমাটির মূল চিত্রনাট্য যে বিষয়টিকে কেন্দ্র করে, তা নিঃসন্দেহে বিতর্কিত। এই সিনেমাতে হিন্দু নারীদের ওপর ইসলাম আগ্রাসনের কাহিনি ফুটিয়ে তোলা হয়েছে। এক কথায় সিনেমার ভাবনা ধর্মীয় সাম্প্রদায়িকতা ঘিরে। আর সেজন্যই মুক্তির পর থেকেই ভারতজুড়ে বিতর্ক শুরু হয়। সিনেমার কেন্দ্রীয় চরিত্রের নাম শালিনী উন্নিকৃষ্ণণ। হিন্দু এই তরুণী এক সময় ফাতিমা হয়ে ওঠেন। অর্থাৎ, তার ধর্ম পরিবর্তন করা হয়েছে। পরিকল্পনামাফিক ফাঁদ পেতে শালিনীকে ফাতিমা করে তোলার কাহিনি দেখিয়েছেন পরিচালক সুদীপ্ত। পরিচালক দেখিয়েছিলেন, শুধু হিন্দু নয়, কেরালায় এই ধর্মান্তরণের ফাঁদে পা দিয়ে সর্বনাশ ডেকে এনেছেন অনেক খ্রিস্টান নারীরাও। এই ছবিতে দাবি করা হয়, কেরালা থেকে ৩২ হাজার নারী ইচ্ছার বিরুদ্ধে ধর্মান্তরিত হতে বাধ্য হয়েছেন।
দ্য কেরালা স্টোরি সিনেমাটি মুক্তির পরপরই পশ্চিমবঙ্গের সিনেমা (নিয়ন্ত্রণ) আইন, ১৯৫৪-র ৬(১) ধারা অনুযায়ী সিনেমাটি নিষিদ্ধ হয় রাজ্যে। যুক্তি দেখানো হয়েছিলো, ‘‘সিনেমাটি প্রদর্শিত হলে, তা শান্তিভঙ্গের কারণ হতে পারে এবং রাজ্যের শান্তি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য এবং হিংসা ও অশান্তির ঘটনা এড়াতে এটি দরকার ছিল।’’ যদিও বিজেপি শাসিত রাজ্যগুলোতে রমরমিয়ে চলেছে এই ছবি। অন্যদিকে এই ছবির বিরোধিতা করে অন্যান্য বিরোধী দলগুলি থেকে শুরু করে সাধারণ মানুষও।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)