Home> বিনোদন
Advertisement

Khushi Mukherjee: অন্তর্বাসহীন বেআব্রু স্টাইলে রাস্তায়! গণছিছিক্কারের জবাবে খুশির ফোঁস, আমি গর্বিত ব্রাহ্মণ...

Khushi Mukherjee Recites Hanuman Chalisa: অন্তর্বাস না পরে খোলামেলা পোশাকে রাস্তায় নেমে কটাক্ষের শিকার অভিনেত্রী খুশি মুখার্জি। এবার ব্রাহ্মণত্ব প্রমাণ করতে নয়া কাণ্ড খুশির। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো। এবার কী করলেন অভিনেত্রী? 

Khushi Mukherjee: অন্তর্বাসহীন বেআব্রু স্টাইলে রাস্তায়! গণছিছিক্কারের জবাবে খুশির ফোঁস, আমি গর্বিত ব্রাহ্মণ...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বেশ কয়েকদিন ধরে খবরের শিরোনামে অভিনেত্রী খুশি মুখোপাধ্যায় (Khushi Mukherjee)। অন্তর্বাস ছাড়া খোলামেলা পোশাক পরে মুম্বইয়ের রাস্তায় ফটোশুট করে সমালোচনার মুখে পড়েছেন তিনি। এবার একটি ভিডিয়োতে হনুমান চালিসা পাঠ করতে দেখা গেল তাঁকে। ১ জুলাই, সোমবার তিনি বলেন যে তিনি একজন গর্বিত বাঙালি ব্রাহ্মণ এবং নিজের শিকড় ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত।

ভিডিয়োতে খুশি বলেন, "আমি একটি বাঙালি ব্রাহ্মণ পরিবারে জন্মেছি ও বড় হয়েছি। আমি আমার সংস্কৃতি সম্পর্কে ভালোই জানি। আমি সবার সামনে হানুমান চালিসা পাঠ করতে চাই।"ভিডিওতে হনুমান চালিসা পাঠ করলেন খুশি। হনুমান চালিসা পাঠ শেষে তিনি বলেন, "আমি কাউকে কিছু প্রমাণ করার জন্য এটি করিনি। আমি জানি, মানুষ আমাকে নিয়ে এখনো অনেক খারাপ কথা বলবে, ট্রোল করবে। কিন্তু আমি শুধু বলতে চেয়েছি, সাহসী পোশাক পরি বলে সেটা এই নয় যে আমি ভারতীয় সংস্কৃতি ভুলে গেছি।"

আরও পড়ুন- Vikrant Massey: বাবা খ্রিস্টান, মা শিখ, দাদা মুসলিম! বার্থ সার্টিফিকেটে ছেলের ধর্মই বাদ দিলেন বিক্রান্ত...

ভিডিয়োর সঙ্গে ক্যাপশনে তিনি লেখেন, "সাহসী পোশাক পরি বলে মানে এই নয় যে আমি আমার সংস্কৃতি ভুলে গেছি। আমি গর্বিত বাঙালি ব্রাহ্মণ। জানি, হানুমান চালিসা পাঠ করেও কিছু তথাকথিত ইনফ্লুয়েন্সার বা অভিনেতার ট্রোলের শিকার হব। কিন্তু এই ভিডিয়োটা আমার সাপোর্টারদের জন্য।"

সমালোচনার মুখে খুশি

সাহসী পোশাকের জন্য খুশি আগেই নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছেন। সম্প্রতি মুম্বইয়ে তাঁকে দেখা যায় একটি খোলামেলা কালো পোশাকে, অন্তর্বাসও পরেননি তিনি। যা নিয়ে অনেক সেলিব্রিটি ও সাধারণ মানুষের রোষে পড়েন খুশি এবং এমন পোশাকে রাস্তায় বেরোনোর জন্য ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন অনেকে। অনেকেই তার ফ্যাশনকে “অশ্লীল” বলে আখ্যা দিয়েছেন। এর উত্তরে খুশি ইনস্টাগ্রামে বলেন, তিনি জেনিফার লোপেজ, ইরিনা শায়েক, ও প্যারিস হিলটনের মতো হলিউড আইকনদের দ্বারা অনুপ্রাণিত।

আরও পড়ুন- Shefali Jariwala's Final Hours: 'তখনও হার্ট চলছিল, তবে...', শেষ কয়েক ঘণ্টা কী করেছিলেন শেফালী? বিস্ফোরক বন্ধু পূজা!

কে এই খুশি মুখার্জি?

দক্ষিণ ভারতীয় সিনেমা, রিয়্যালিটি শো এবং সাহসী ওয়েব সিরিজে অভিনয় করে খুশি পরিচিতি পেয়েছেন। ২০১৩ সালে তামিল সিনেমা অঞ্জল থুরাই দিয়ে তাঁর অভিনয় জীবন শুরু। পরে তিনি তেলুগু সিনেমা ডোঙ্গা প্রেমা, হার্ট অ্যাটাক এবং হিন্দি সিনেমা শ্রীঙ্গারে অভিনয় করেন। কিন্তু তাঁর আসল জনপ্রিয়তা আসে এমটিভির স্প্লিটস ভিলা ১০ এবং লাভ স্কুল ৩-এর মাধ্যমে।

তিনি টিভি শো বলবীর রিটার্নসে 'জ্বালা পরী' ও কাহাত হনুমান জয়শ্রী রামে অভিনয় করেছেন। সাম্প্রতিক বছরগুলোতে তিনি গান্ডু (২০১৯), নুরী (২০২০), স্ট্রেঞ্জার (২০২১), ও জঙ্গল মে দঙ্গল (২০২৪)-এর মতো সাহসী ওয়েব সিরিজে অভিনয় করেছেন। এছাড়াও তিনি একজন ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট ক্রিয়েটর। শোনা যায়, তিনি নিজেই একটি প্রোডাকশন হাউস চালান।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More