Home> বিনোদন
Advertisement

রণবীরকে দেখলেই শিশুরা নাকি কেঁদে উঠছে!

‘পদ্মাবত’-এ তিনি যে শো স্টপার, তা কিন্তু দর্শক থেকে ক্রিটিক সবাই জানেন। কিন্তু, আলাউদ্দিন খলজির চরিত্রে অভিনয় করতে গিয়ে কতটা কাঠখড় পোড়াতে হচ্ছে রণবীর সিং-কে জানেন?

রণবীরকে দেখলেই শিশুরা নাকি কেঁদে উঠছে!

নিজস্ব প্রতিবেদন : ‘পদ্মাবত’-এ তিনি যে শো স্টপার, তা কিন্তু দর্শক থেকে ক্রিটিক সবাই জানেন। কিন্তু, আলাউদ্দিন খলজির চরিত্রে অভিনয় করতে গিয়ে কতটা কাঠখড় পোড়াতে হচ্ছে রণবীর সিং-কে জানেন?

সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সাক্ষাতকারে রণবীর সিং জানিয়েছেন, আলাউদ্দিন খলজির চরিত্রে অভিনয় করার পর থেকেই তিনি পড়েছেন মহা ফাঁপরে। সিনেমা মুক্তি পাওয়ার পর এখন নাকি পথেঘাটে তাঁকে দেখলেই বাচ্চারা কেঁদে ওঠে। সেই সঙ্গে তিনি আরও জনিয়েছেন, শিশুদের সঙ্গে থাকতে পছন্দ করেন তিনি। তাদের সঙ্গে খেলতেও ভালবাসেন। কিন্তু, পর্দায় হিংস্র খলজির চরিত্রে অভিনয় করার পরই এবার তাঁকে কেঁদে কাঁদতে শুরু করেছে শিশুরা।

 

আরও পড়ুন : ক্যামেরার সামনে পোশাক বদলালেন এই অভিনেত্রী?

এদিকে পদ্মাবত মুক্তি পাওয়ার পর এই সিনেমাকে ‘যোনি সর্বস্ব’ দাবি করে ফের নয়া বিতর্ক উসকে দিয়েছেন অভিনেত্রী স্বরা ভাস্কর। কিন্তু, স্বরাকে নিয়ে বিতর্কের মধ্যে রণবীর বলেন, সিনেমা নিয়ে স্বরা সমালোচনা করলেও, তাঁর অভিনয়ের প্রশংসা করেছেন। পাশপাশি স্বরা নাকি রণবীরের প্রশংসা করে একটি চিঠিও পাঠিয়েছেন।

Read More