Home> বিনোদন
Advertisement

২৭ কিলো ওজন ঝরানোর পর কিম কার্দাশিয়ানকে দেখেছেন?

কিম কার্দাশিয়ান মানেই ফোটোশুট। বিকিনি থেকে নগ্ন ফোটোশুট। গর্ভবতী থাকাকালীন ওজন বেড়ে গিয়েছিল অনেকখানি। তবে সেই অবস্থাতেও ফোটোশুট করে মিডিয়ার নজর কেড়েছিলেন তিনি। আর এবার ওজন ঝরিয়ে আবার ফোটোশুট।

২৭ কিলো ওজন ঝরানোর পর কিম কার্দাশিয়ানকে দেখেছেন?

ওয়েব ডেস্ক : কিম কার্দাশিয়ান মানেই ফোটোশুট। বিকিনি থেকে নগ্ন ফোটোশুট। গর্ভবতী থাকাকালীন ওজন বেড়ে গিয়েছিল অনেকখানি। তবে সেই অবস্থাতেও ফোটোশুট করে মিডিয়ার নজর কেড়েছিলেন তিনি। আর এবার ওজন ঝরিয়ে আবার ফোটোশুট।

দ্বিতীয়বারের জন্য সন্তানের জন্ম দিয়েছেন ৬ মাস হল। এই সময়ের মধ্যে ২৭ কিলো ওজন ঝরিয়ে ফেলেছেন কিম। কড়া ডায়েটের অনুশাসনেই এটা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন তিনি। সেইসঙ্গে রয়েছে ওয়ার্কআউট। বাড়তি মেদ সম্পূর্ণরূপে ঝরিয়ে ফেলেছেন তিনি। আর তাতেই এবার খবরে তিনি। আসলে কিম জানেন, তিনি কিছু করা মানে সেটাই 'নিউজ'!

Read More