Home> বিনোদন
Advertisement

Father's Day : 'মিস করছি বাবা, তোমাকে ছাড়া জীবন অন্ধকার', পিতৃদিবসে কেকের মেয়ের আবেগঘন পোস্ট

স্মৃতির পাতা থেকে বাবার সঙ্গে বেশ কয়েকটি ছবি শেয়ার করে কেকে কন্যা লিখলেন, সমস্ত কিছুতে তোমাকে আমি 'মিস' করছি। 

Father's Day : 'মিস করছি বাবা, তোমাকে ছাড়া জীবন অন্ধকার', পিতৃদিবসে কেকের মেয়ের আবেগঘন পোস্ট

নিজস্ব প্রতিবেদন : আজ পিতৃদিবস। আর এবারই প্রথম পিতৃদিবসে বাবাকে ছাড়া কাটাচ্ছেন সদ্য প্রয়াত গায়ক কেকে (kk)-র দুই সন্তান নকুল ও তামারা। বিশেষ এই দিনে বাবাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আবেগতাড়িত হয়ে পড়েছিলেন তামারা। এদিন স্মৃতির পাতা থেকে বাবার সঙ্গে বেশ কয়েকটি ছবি শেয়ার করে কেকে কন্যা লিখলেন, সমস্ত কিছুতে তোমাকে আমি 'মিস' করছি। 

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা প্রথম ছবিটিতে দেখা যাচ্ছে কেকের কাঁধে চড়েছেন ছোট্ট নকুল আর তামারা। দ্বিতীয় ছবিতে কেকের কোলে বসে 'কী-বোর্ড' বাজাতে দেখা যাচ্ছে তামারা। তৃতীয়টিতে বাবার সঙ্গে মা জ্যোতির ছবি শেয়ার করেছেন কেকে কন্যা। সর্বশেষ ছবিতে একটি জলাধারের সামনে বাবার সঙ্গে দেখা যাচ্ছে তামারাকে। ছবিগুলি শেয়ার করে তামারা লিখেছেন, ''যদি তোমাকে বাবা হিসাবে এক সেকেন্ডের জন্যও পাই, তাহলে তোমাকে হারানোর বেদনা ১০০ বার সহ্য করতে পারি। তোমাকে ছাড়া জীবন অন্ধকারময়। তুমি সবথেকে সুন্দর বাবা, তুমি বাড়ি ফিরে এসে আমাদের জড়িয়ে ধরে আদর করতে। তোমার সঙ্গে খাওয়াদাওয়া, একসঙ্গে মজা করা, রান্নাঘরে গিয়ে তোমার জলখাবার বানানো ভীষণ মিস করছি। আমি যখন কোনও মিউজিক বানিয়ে তোমায় দেখাতাম, তুমি ছোট্ট ছোট্ট ভুল শুধরে দিতে, সেগুলোর ভীষণ অভাব বোধ করছি। মিস করছি তোমার হাতের স্পর্শ।'' 

আরও পড়ুন-বয়স শুধুই সংখ্যা, গাড়ির উপর উঠে রণবীরের মায়ের উদ্দাম নাচ, দেখুন ভিডিও

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Taamara (@taamara.k24)

তামারা আরও লিখেছেন, ''তুমি ছিলে আমাদের নিরাপদ, ভালোবাসার আশ্রয়, যার জন্য আমরা নিজেদের ভাগ্যবান মনে করি। তোমাকে এই বিশ্বের প্রয়োজন ছিল, তুমি নেই, এটা যেন বিশ্বাসযোগ্য মনে হয় না। তোমার নিঃশর্ত ভালোবাসা আমাদের এগুলি সামলানোর জন্য তৈরি করে দিয়েছে। তোমার ভালোবাসাই আমাদের শক্তি।'' তামারার কথায়, ''আমি, নকুল আর মা তোমায় নিয়ে গর্ব অনুভব করি। আমাদের শক্ত হতে হবে, আর একে অপরের যত্ন নিতে হবে, যেমনটা তুমি নিতে। তোমাকে পিতৃদিবসের শুভেচ্ছা, তুমি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বাবা। তোমাকে চিরকাল ভালোবাসব, আর প্রতিদিন মিস করব। আমি জানি তুমি প্রতিটাদিন আমাদের সঙ্গেই আছো। ''

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

Read More