জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো : দীর্ঘদিনের প্রেম, তারপর বিয়ে। তারপরেও শেষপর্যন্ত নাগা চৈতন্য(Naga Chaitanya)র সঙ্গে বিয়েটা টেকেনি সামান্থা রুথ প্রভু((Samantha Ruth Prabhu))র। গত বছরই বিয়ে ভেঙেছে। সম্প্রতি, কফি উইথ করণ (Koffee With Karan)-এর কাউচে বসে বিবাহ-বিচ্ছেদ এবং ২৫০ কোটির খোরপোষ নিয়ে মুখ খুলেছেন সামান্থ রুথ প্রভু।
করণ জোহর সামান্থাকে প্রশ্ন করেছিলেন, 'বিয়ে ভাঙা নিয়ে সবথেকে খারাপ গুজব তাঁর কাছে কী ছিল?' এপ্রশ্ন শুনে কিছুটা রসিকতা করে সামান্থা বলেন, 'আমি কি বর্ণানুক্রমিকভাবে শুরু করব?' সামান্থার কথায়, 'আমার বিয়ে ভাঙার কথা সামনে আসার পরই রটে যায় আমি নাকি নাগা চৈতন্যের কাছ থেকে ২৫০ কোটি টাকা খোরপোষ চেয়েছি। এরপর প্রতিদিন সকালে উঠে আমি আয়কর আধিকারিকদের জন্য অপেক্ষা করে থাকতাম। ভাবতাম ওঁরা আসবে, কিন্তু কিছুই পাবে না। পরে কিছু সংবাদমাধ্যমের মনে হয় সামান্থা এত টাকা খোরপোষ চাইতে পারেন না।'
আরও পড়ুন- 'সম্পর্ক এতটাই তিক্ত ছিল যে, খুনও করতে পারতাম!'
সামান্থা বলেন, 'আমি এই ২৫০ কোটি টাকা খোরপোষ নেওয়ার খবরে খুব একটা বিরক্তি প্রকাশ করিনি, কারণ, আমার জীবনের অনেকটা অংশই তো জনসাধারণের জন্য। আমি বিচ্ছেদের পর মন খারাপ করে বসে থাকতেও পারিনি, কারণ আমার এই জীবনটা জনসাধারণের তৈরি করা, তাই আমি ওঁদের কাছে উত্তর দিতে বাধ্য। তাই আমি বিষয়টাকে ছেড়েই দিয়েছিলাম।'
.@akshaykumar sir lifting @Samanthaprabhu2 in his own Trademark Style on #KoffeeWithKaranS7
— KHILADI GROUP (@khiladigroup_) July 21, 2022
50DAYs TO KHILADIs B'DAY pic.twitter.com/uIIGKoraFn
- love samantha for this,he tried to look sophisticated but queen ended him up
— (@oye_chaitanya) July 21, 2022
| #SamanthaRuthPrabhu | #KoffeewithKaranSeason7 |pic.twitter.com/n5BPMM7JEX
কফি উইথ করণ-এ এসে সামান্থা স্বীকার করে নেন নাগা চৈতন্যের সঙ্গে তিনি বিচ্ছেদের সিদ্ধান্ত মোটেও বন্ধুত্বপূর্ণভাবে কিংবা সমঝোতা করে নেননি। এই বিয়ের অভিজ্ঞতা তাঁদের দুজনের কাছেই ভীষণই তিক্ত। সামান্থা বলেন, 'অভিজ্ঞতা বড়ই তিক্ত। যদিও এখন সেটা অনেকটাই ঠিকঠাক হয়েছে। আমি আগের থেকে অনেক বেশি শক্ত হয়েছি।' অভিনেত্রী বলেন, 'আমাদের এই বিয়ের অভিজ্ঞতা এতটাই তিক্ত ছিল, যে আপনি যদি আমাদের এক ঘরে বন্ধ করে দেন, তাহলে অবশ্যই সেখানে ধারলো কোনও জিনিস না রাখাই ভালো। হ্যাঁ, ঠিকই শুনছেন।'