Home> বিনোদন
Advertisement

JNU-ক্যাম্পাসে গিয়ে হামলায় ঐশী ঘোষের সঙ্গে দেখা করলেন কৌশিক সেন

 JNU ক্যাম্পাসে গিয়ে ঐশীর সঙ্গে দেখা করেন কৌশিক। দেখা করেন অন্যান্য ছাত্র-ছাত্রীদের সঙ্গেও।

JNU-ক্যাম্পাসে গিয়ে হামলায় ঐশী ঘোষের সঙ্গে দেখা করলেন কৌশিক সেন

নিজস্ব প্রতিবেদন : JNU- ক্যাম্পাসে দুষ্কৃতী হামলায় ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষের (Aishe Ghosh) সঙ্গে দেখা করলেন অভিনেতা তথা নাট্য ব্যক্তিত্ব কৌশিক সেন (Koushik Sen)। ১৭ জানুয়ারি শুক্রবারই JNU ক্যাম্পাসে গিয়ে ঐশীর সঙ্গে দেখা করেন কৌশিক। দেখা করেন অন্যান্য ছাত্র-ছাত্রীদের সঙ্গেও।

প্রসঙ্গত, JNU-এ হামলার ঘটনার পর বলিউড থেকে টলিউড মুখ খুলেছেন বহু ব্যক্তিত্বই। হামলার ঘটনার পর JNU ক্যাম্পাসে গিয়ে ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়ান দীপিকা পাড়ুকোন, তপসী পন্নু, অনুরাগ কাশ্যপরা। ক্যাম্পাসে উপস্থিত না থাকতে পারলেও ঘটনার প্রতিবাদে মুখর হন স্বরা ভাস্কর, জেনেলিয়া ডি'সুজা, সোনম কাপুর, রাজকুমার রাও, মহেশ ভাট সহ আরও অনেকেই। ঘটনার প্রতিবাদে কলকাতাতেও পথে নামেন কৌশিক সেন, ঋদ্ধি সেন, অনুপম রায়, অঞ্জন দত্ত, ঊষসী চক্রবর্তী সহ আরও অনেক কলাকুশলীরা। বিশ্ববিদ্যালয় চত্ত্বরে ঢুকে ছাত্র-ছাত্রীদের উপর এধরনের হামলার ঘটনায় সেসময়ই মুখ খুলেছিলেন কৌশিক সেন। এবার দিল্লিতে গিয়ে আক্রান্ত ছাত্রী ঐশীর সঙ্গে দেখা করেন কৌশিক (Koushik Sen)।

আরও পড়ুন-বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে বিয়েটা সেরেই ফেললেন দীপঙ্কর-দোলন

fallbacks

আরও পড়ুন-সোশ্যাল মিডিয়ায় মেয়ের ফোন নম্বর চাইল যুবক, যুবকের কাছ থেকে 'কাগজ' দেখতে চাইলেন মীর

গত ৫ জানুয়ারি রবিবার, মুখোশধারী কিছু দুষ্কৃতীদের হামলায় ঐশী-সহ (Aishe Ghosh) একাধিক পড়ুয়া গুরুতর জখম। বাদ পড়েননি বিশ্ববিদ্যালয়য়ের শিক্ষক-শিক্ষিকারাও। ঐশীর জানিয়েছিলেন, লোহার রড দিয়ে তাঁকে আঘাত করা হয়েছে, গভীর ক্ষত তৈরি হয় মাথায়। প্রচুর রক্ত ঝরে। হাতেও চোট লাগে তাঁর। তাঁর মাথায় ১৫-১৬টি সেলাই পড়েছে বলে জানিয়েছিলেন ঐশী ঘোষ (Aishe Ghosh)।

Read More