Home> বিনোদন
Advertisement

অবশেষে স্বপ্ন পূরণ, বাইক চালিয়ে বাজিমাত Kriti Sanon-র

 ইনস্টাগ্রামে এমনই একটি ভিডিয়ো পোস্ট করে তাক লাগিয়ে দিয়েছেন কৃতি। 

অবশেষে স্বপ্ন পূরণ, বাইক চালিয়ে বাজিমাত Kriti Sanon-র

নিজস্ব প্রতিবেদন : ব্যাকগ্রাউন্ডে বাজছে লাকি আলির বিখ্যাত 'হেয়রত' গান। আর বাইক চালিয়ে অজানা গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছেন কৃতি শ্যানন। নিজের ইনস্টাগ্রামে এমনই একটি ভিডিয়ো পোস্ট করে তাক লাগিয়ে দিয়েছেন কৃতি। অভিনেত্রী জানিয়েছেন, বহুদিন পর তাঁর স্বপ্ন পূরণ হয়েছে। 

কৃতি শ্যাননের পোস্ট করা ভিডিয়োটি 'বচ্চন পান্ডে'র শ্যুটিংয়ের। দেখা যাচ্ছে কৃতির পরনে বন্ধ গলা সোয়েট শার্ট ও জিন্স। মাথায় হেলমেট। ভিডিয়োটি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ''চার চাকা তোমার শরীরকে নিয়ে যেতে পারে দুচাকা তোমার আত্মাকে বহন করে।'' তিনি আরও লিখেছেন, ''সব সময়ই চেয়েছিলাম আমি বাইক চালাব, আর ব্যাকগ্রাউন্ডে এই গানটি বাজবে।''

আরও পড়ুন-হিমাচল ঘুরে পঞ্জাবের স্বর্ণ মন্দিরে Ankush-Oindrila

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kriti (@kritisanon)

কৃতির পোস্ট করা এমন ভিডিয়োতে উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা। শুধু অনুরাগীরাই নয়, ভিডিয়োর নিচে কমেন্ট করেছেন আয়ুষ্মান খুরানা, অর্জুন কাপুর, প্রীতি জিন্টা, দিয়া মির্জা, অশ্বিনী আইয়ার তিওয়ারি সহ বলিউডের আরও অনেকেই। অভিনেত্রীর পোস্ট করা এই ভিডিয়োটি ভাইরাল হয়ে যায়। প্রসঙ্গত 'বচ্চন পান্ডে' ছবিতে কৃতির বিপরীতে দেখা যাবে অক্ষয় কুমারকে। এই মুহূর্তে রাজস্থানের জয়সালমেরে হচ্ছে ছবির শ্যুটিং।

আরও পড়ুন-টেলি স্ত্রী ও মেয়ের হাতে আইবুড়ো ভাত খেলেন 'কৃষ্ণকলি'র নিখিল

Read More