Home> বিনোদন
Advertisement

এপ্রিল সংখ্যায় ভোগ ম্যাগাজিনের কভার পেজে কৃতী শ্যানন

কৃতী শ্যানন। নতুন প্রজন্মের বলিউড অভিনেত্রীদের মধ্যে তিনি অন্যতম প্রতিভাবান। তাঁকে দেখতে সুন্দরী। তিনি অভিনয়টাও খারাপ করেন না। টাইগার শ্রফের বিপরীতে হিরোপন্তি ফিল্ম দিয়ে বলিউডে ডেবু হয়েছে তাঁর। কেরিয়ারের ফার্স্ট ফিল্মই সুপার হিট। এরপর আরও বড় ব্রেক পান তিনি। বলিউডের বাদশা শাহরুখ খানের ফিল্মে একসঙ্গে কাজও করে নেন। মাল্টিস্টারার দিলওয়ালেতেও নজর কাড়েন কৃতী।

এপ্রিল সংখ্যায় ভোগ ম্যাগাজিনের কভার পেজে কৃতী শ্যানন

ওয়েব ডেস্ক: কৃতী শ্যানন। নতুন প্রজন্মের বলিউড অভিনেত্রীদের মধ্যে তিনি অন্যতম প্রতিভাবান। তাঁকে দেখতে সুন্দরী। তিনি অভিনয়টাও খারাপ করেন না। টাইগার শ্রফের বিপরীতে হিরোপন্তি ফিল্ম দিয়ে বলিউডে ডেবু হয়েছে তাঁর। কেরিয়ারের ফার্স্ট ফিল্মই সুপার হিট। এরপর আরও বড় ব্রেক পান তিনি। বলিউডের বাদশা শাহরুখ খানের ফিল্মে একসঙ্গে কাজও করে নেন। মাল্টিস্টারার দিলওয়ালেতেও নজর কাড়েন কৃতী।

আরও পড়ুন ২ দিনেই অনুষ্কা শর্মার ‘ফিল্লৌরি’ কত কোটি টাকার ব্যবসা করল জানেন?

এবার কৃতী শ্যাননের ভক্তদের জন্য আরও সুখবর। কারণ, জনপ্রিয় ম্যাগাজিন ভোগের কভার পেজে রয়েছেন তিনি। কৃতী নিজেই এতটা আনন্দ পেয়েছেন যে, কভার পেজের ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন। ২০১৭-র এপ্রিল মাসের ভোগ ম্যাগাজিনের কভার পেজে রয়েছে কৃতী শ্যাননের ছবি। এই মুহূর্তে কৃতী শ্যানন ব্যস্ত রয়েছেন রাবাতা ফিল্মের কাজে। যেখানে তিনি সুশান্ত সিং রাজপুতের বিপরীতে অভিনয় করবেন। এবার ছবিটা নিজেই দেখে নিন।

fallbacks

আরও পড়ুন  নিজের কামব্যাক ফিল্ম ভূমির রিলিজ ডেট পিছিয়ে দিতে চান সঞ্জয় দত্ত

Read More