দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়: বিতর্ক সরিয়ে নতুন ছবির পরিকল্পনাও করে ফেলেছেন অভিনেতা ও পরিচালক অরিন্দম শীল (Arindam Sil)। জুলাই থেকেই শুরু করবেন আগামী ছবির শুটিং। সত্য ঘটনা অবলম্বনে একটি উপন্যাস লিখেছিলেন লেখিকা দীপান্বিতা রায়। নাম ‘অন্তর্ধানের নেপথ্যে’। অরিন্দমের নতুন ছবির অবলম্বন সেই উপন্যাসই। অরিন্দম জানিয়েছেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সহকারী নিয়ামক মনীষা মুখোপাধ্যায়ের জীবনের উপর ভিত্তি করে লেখা এই উপন্যাস। নব্বইয়ের দশকে শিক্ষাদুর্নীতির সঙ্গে নাম জড়িয়েছিল মনীষার। সেই কাহিনিকে কেন্দ্র করেই চিত্রনাট্য লিখেছেন পরিচালক। ১৯৯৭ সালে মনীষার আচমকা ‘উবে’ যাওয়া ভাবিয়েছিল সকলকে। রাজ্য রাজনীতিতেও শোরগোল পড়েছিল ঘটনাটি নিয়ে। ২৮ বছর পর সেই ভাবনাকে আবার উস্কে দেবে অরিন্দমের আগামী ছবি ‘কর্পূর’। যে ছবির মুখ্যচরিত্রে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)।
এই ছবিতে প্রথম বার বড় পর্দায় দেখা যাবে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষকে (Kunal Ghosh)। সূত্রের খবর, কুণাল বাম জমানার অধুনাপ্রয়াত এক গুরুত্বপূর্ণ নেতার ভূমিকায় অভিনয় করবেন। অসমর্থিত সূত্রের খবর, সেই নেতা অনিল বিশ্বাস। ছবিতে দেখা যাবে মন্ত্রী ব্রাত্য বসু এবং তৃণমূলের কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়কেও। যা থেকে এই জল্পনার জন্ম হওয়ার অবকাশ থাকছে যে, বাম জমানার ওই ‘সাড়া-জাগানো’ ঘটনা অবলম্বনে তৈরি এই ছবিতে রাজনীতির ‘ভূমিকা’ থাকবে। যদিও পরিচালক অরিন্দম তা মানতে রাজি নন। ছবিতে রাজনৈতিক ‘প্রেক্ষাপট’ থাকলেও বাস্তবের কোনও রাজনৈতিক দলের সঙ্গে ছবির মিল নেই বলেই তাঁর দাবি।
অরিন্দমের মতে এই ছবি পলিটিক্যাল থ্রিলার হলেও এর সঙ্গে বাম সরকার বা তৃণমূল সরকারের কোনও মিল নেই। ছবিতে এক নেতার চরিত্রে থাকবেন কুণাল ঘোষ। কেন কুণাল? অরিন্দমের সাফ কথা, এত অভিনেতা যদি রাজনীতিতে নাম লেখাতে পারেন তাহলে রাজনৈতিক নেতা কেন সিনেমায় অভিনয় করবেন না। অরিন্দমের মতো দক্ষিণে এর উদাহরণ রয়েছে অনেক। তাহলে এখানে হবে না কেন? পাশাপাশি অরিন্দম শীল বলেন, 'ক্যামেরার সামনে কুণাল খুবই স্বতঃস্ফূর্ত। যখনই ও কথা বলে, দাপটের সঙ্গে কথা বলে। লেখায় ও কথায় স্বচ্ছতা। খুবই কনফিডেন্টের সঙ্গে নিজেকে পেশ করতে পারে। যেটা অভিনেতাদের বিশেষ গুন। তাহলে এই কথা বললে কী বিশেষ ভুল হবে যে কুণাল ঘোষের মধ্য়ে একজন অভিনেতা লুকিয়ে আছে? আমি এটা প্রমাণ নিয়ে ছাড়ব। সবাই দেখে নেবেন, ও পর্দায় কী করে! আমি অনেক অভিনেতাকেই প্রথম কাজ দিয়েছি। শুরুতে তাঁদের নিয়ে প্রশ্ন তুলেছেন, পরে তাঁরাই আবার সেই অভিনেতাকে কাস্ট করেছেন। অভিনেতা বাছার আমার এক জুহুরি চোখ আছে, সেটা উপরওয়ালার দান। আমার মনে হয়েছে এই চরিত্রটা কুণাল ভালো করবেন। যদি সব ঠিক থাকে তাহলে বাংলা সিনেমা আবারও এক নতুন অভিনেতা পাবে'।
ছবিটি ডিসেম্বর মাসে ছবিটি মুক্তি পেতে পারে। ছবিতে এক পুলিস আধিকারিকের চরিত্রে দেখা যাবে ব্রাত্যকে। সূত্রের খবর, মনীষার আচমকা নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনার যিনি মূল তদন্ত করেছিলেন, সেই তদন্তকারী অফিসারের (পরিভাষায় ‘আইও’ বা ‘ইনভেস্টিগেটিং অফিসার) ভূমিকায় অভিনয় করবেন ব্রাত্য। পরিচালক জানিয়েছেন, বড় পর্দায় প্রথম অভিনয় নিয়ে কুণাল দারুণ উত্তেজিত। নিয়মিত কর্মশালায় যোগ দিতে চাইছেন। চিত্রনাট্যের বিষয়েও তাঁর যথেষ্ট আগ্রহ। এক শিক্ষানবিশ সাংবাদিকের চরিত্রে দেখা যাবে লহমা ভট্টাচার্যকে। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অর্পণ ঘোষাল। আর ঋতুপর্ণার স্বামীর চরিত্রে অভিনয় করবেন পরিচালক অরিন্দম স্বয়ং।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)