Home> বিনোদন
Advertisement

মেয়ে ইনায়াকে আদরে ভরিয়ে দিলেন কুণাল খেমু

সেলেব কিড তৈমুর আলি খানের মতোই তার বোন ইনায়া নওমী খেমুও কিন্তু কিছু কম জনপ্রিয় নয়। যত দিন যাচ্ছে ধীরে ধীরে সোহা আলি খান ও কুণাল খেমুর মেয়ে ইনায়া যেন আরও বেশি করে জনপ্রিয় হয়ে উঠছে। কখনও পাপারাজ্জির ক্যামেরায়, কখনও বা সোশ্যাল মিডিয়ায়, মাঝে মধ্যে ধরা পড়ছে ছোট্ট ইনায়া। 

মেয়ে ইনায়াকে আদরে ভরিয়ে দিলেন কুণাল খেমু

নিজস্ব প্রতিবেদন: সেলেব কিড তৈমুর আলি খানের মতোই তার বোন ইনায়া নওমী খেমুও কিন্তু কিছু কম জনপ্রিয় নয়। যত দিন যাচ্ছে ধীরে ধীরে সোহা আলি খান ও কুণাল খেমুর মেয়ে ইনায়া যেন আরও বেশি করে জনপ্রিয় হয়ে উঠছে। কখনও পাপারাজ্জির ক্যামেরায়, কখনও বা সোশ্যাল মিডিয়ায়, মাঝে মধ্যে ধরা পড়ছে ছোট্ট ইনায়া। 

গত বছর সেপ্টেম্বরে প্রথম সন্তান ইনায়ার জন্ম দেন সোহা। দুর্গোৎসবের নবমীর দিন জন্ম হওয়ায় তার নাম রাখা হয় ইনায়া নওমী। উর্দু শব্দ ইনয়া শব্দের অর্থ ঈশ্বরের উপহার আর নওমী এসেছে নবমী থেকে। আর ছোট্ট ইনায়া নওমী মা সোহা আলি খান ও বাবা কুণাল খেমু ভীষণ আদরের তা আর বলার অপেক্ষা রাখে না। আজকাল মাঝে মধ্যেই কুণাল ও সোহাকে দেখা যায় মেয়ে ইনায়াকে নিয়ে বাইরে বের হতে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ইনায়াকে কুণাল খেমুর আদর করার একটি ছবি ভাইরাল হয়েছে...

 

 

A post shared by diamondwings (@diamondwings17) on

তবে এর আগেও প্রকাশ্যে এসেছে ইনায়া বহু ছবি...

 

 

A post shared by Soha (@sakpataudi) on

Read More