Home> বিনোদন
Advertisement

লগান মোটেই আমির খানের সেরা সিনেমা নয়, বললেন সলমন খান

আমির খানের লগান এ দেশের ফিল্মে অবশ্যই একটা মাইলস্টোন। কেউ কেউ বলেন, এটাই আমির খানের কেরিয়ারের সেরা সিনেমা। কিন্তু এমনটা মোটেই মনে করেন না বলিউডের আরেক খান, সলমন খান। সম্প্রতি সলমন টুইটারে জানিয়েছিলেন যে, তিনি এমনিতে আমির খানকে ভালোবাসেন। কিন্তু পেশার দিক থেকে তিনি আমির খানকে ঘৃণা করেন।

লগান মোটেই আমির খানের সেরা সিনেমা নয়, বললেন সলমন খান

ওয়েব ডেস্ক: আমির খানের লগান এ দেশের ফিল্মে অবশ্যই একটা মাইলস্টোন। কেউ কেউ বলেন, এটাই আমির খানের কেরিয়ারের সেরা সিনেমা। কিন্তু এমনটা মোটেই মনে করেন না বলিউডের আরেক খান, সলমন খান। সম্প্রতি সলমন টুইটারে জানিয়েছিলেন যে, তিনি এমনিতে আমির খানকে ভালোবাসেন। কিন্তু পেশার দিক থেকে তিনি আমির খানকে ঘৃণা করেন।

আরও পড়ুন দ্রাবিড়, কুম্বলের পর এবার কোচিংয়ে সেহবাগ!

এবার বলিউডের ভাইজান বললেন যে, লগান মোটেই আমির খানের সেরা সিনেমা নয়। এএনআই-কে দেওয়া এক সাক্ষাত্‍কারে সলমন খান বলেছেন, 'লগান মোটেই আমির খানের সেরা সিনেমা নয়। আমিরের সেরা সিনেমা অবশ্যই দঙ্গল। যেকোনও সময়ে লগানকে হারিয়ে দেবে দঙ্গল। আমি আজ পর্যন্ত যত সিনেমা দেখেছি, তার মধ্যে অন্যতম সেরা দঙ্গল। আমার তো মনে হয়, দেশে দুর্দান্ত হিট হবে দঙ্গল।'

আরও পড়ুন  ১ বলে ১২ রান করে দিব্যি জিতে গেল ব্যাটিং করতে থাকা দল!

Read More