জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দ্বিতীয় বসন্ত ললিত মোদীর জীবনে। আমরা বলছি না, একথা নিজেই জানিয়েছেন বিজনেস টাইকুন। সুস্মিতা সেনের সঙ্গে ব্রেক আপের খবরে শিলমোহর দিয়ে প্রেমদিবসে নতুন প্রেমের কথা ঘোষণা করলেন ললিত মোদী। আইপিএলের প্রতিষ্ঠাতা ও প্রাক্তন চেয়ারম্যান ইনস্টাগ্রামে তাঁর লেডি লাভের সঙ্গে ভিডিয়ো মন্তাজ শেয়ার করেছেন। নতুন প্রেমিকার সঙ্গে ছবি দিলেন তিনি লিখলেন, '২৫ বছরের বন্ধুত্ব সম্পর্কে পরিণত হল।'
সুস্মিতার সঙ্গে বেশকিছু ঘনিষ্ঠ ছবি দিয়ে লোলিত মোদী টুইটার হ্যান্ডেলে লেখেন, পরিবারের সঙ্গে গ্লোবাল ট্যুর এবং মলদ্বীপ ঘুরে সবেমাত্র লন্ডনে ফিরেছি। সুস্মিতা, আমার অর্ধাঙ্গিনী। অবশেষে নতুন জীবনের শুরু। এখবরে যখন হইচই পড়ে গিয়েছে, তখন বিষয়টি খোলসা করেন ললিত মোদী নিজেই। জানান, তাঁরা বিয়ে করেননি, শুধু ডেটিং করছেন। তবে বিয়েও একদিন হবে।
২০২২ সালের জুলাই মাসে জানা যায়, তিনি ব্যবসায়ী তথা আইপিএল প্রতিষ্ঠাতা ললিত মোদীর সঙ্গে রোম্যান্টিক সম্পর্কে জড়িয়েছেন। ললিত মোদী তো সুস্মিতার সঙ্গে বিয়ে করছেন সে কথাও জানিয়েছিলেন! তবে সে-সব জল্পনা উড়িয়ে দেন অভিনেত্রী। সুস্মিতা সেনের সঙ্গে সম্পর্কে রয়েছেন, ললিত মোদীর একটা ঘোষণাতেই শোরগোল পড়ে গিয়েছিল গোটা ইন্ডাস্ট্রিতে।
তবে সম্পর্ক ভাঙার পর প্রাক্তন প্রেমিক রোমান শলের সঙ্গেই ফের সঙ্গে জড়ান সুস্মিতা। প্রসঙ্গত, কাশ্মীরি ছেলে রোহমান শলের প্রেমে পড়েছিলেন সুস্মিতা সেন। আনুষ্ঠানিকভাবে সেই সম্পর্ককে মান্যতা দিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু বেশিদিন সেই সম্পর্ক টেকেনি। ২০২১ সালে রোহমানের সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করেন প্রাক্তন বিশ্বসুন্দরী।
আরও পড়ুন, Rapper Abhinav: জনপ্রিয় র্যাপারের রহস্যমৃত্যু! অ্যাপার্টমেন্টেই মিলল দেহ, কাঠগড়ায় স্ত্রী...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)