নিজস্ব প্রতিবেদন: প্রতীক্ষার অবসান। বৃহস্পতিবার গাঁটছড়া বাঁধলেন ক্যাটরিনা কাইফ(Katrina Kaif) ও ভিকি কৌশল (Vicky Kaushal)। ডিজাইনার সব্যসাচী মুখার্জির পোশাকে সেজেছেন ক্যাটরিনা ও ভিকি। ইতিমধ্যেই রাজস্থানের সওয়াই মাধোপুরের বারওয়ারা ফোর্ট সিক্স সেন্সেসে হাজির হয়েছেন নিমন্ত্রিতরা। বিশেষ কোডের মাধ্যমেই প্রবেশ করতে পেরেছেন অতিথিরা। গত দুদিনে অনুষ্ঠিত হয়েছে মেহেন্দি ও সঙ্গীত। ভিকির নামে লক্ষ টাকার মেহেন্দি পরেছেন ক্যাট। বিয়ের মেনুতে থাকছে নানা রকমের ফল, স্যালাড থেকে শুরু করে স্থানীয় রাজস্থানি খাবার, ভারতীয় নানা ধরনের খাবার ও কন্টিনেন্টাল ডিশ।