Home> বিনোদন
Advertisement

Kangana Ranaut | Javed Akhtar | বন্ধুত্বের হাত একে অপরের দিকে! ভরা ফাল্গুনে তিক্ততা শেষ কঙ্গনা-জাভেদের...

Kangana Ranaut | Javed Akhtar | অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সংবাদ মাধ্যম যখন নেপোটিজম নিয়ে তোলপাড় হয়ে উঠেছিল। ঠিক সে সময় কঙ্গনা বলিউডের অনেককে স্বজনপোষণ  নিয়ে আক্রমণ করেছিলেন। প্রকৃত মেধার চাষ হয় না বলিউডে কখনওই। এই প্রসঙ্গেই জাভেদ আখতার সম্পর্কে তিনি এই মন্তব্য করেন। 

Kangana Ranaut | Javed Akhtar | বন্ধুত্বের হাত একে অপরের দিকে! ভরা ফাল্গুনে তিক্ততা শেষ কঙ্গনা-জাভেদের...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কথায় বলে শেষ ভালো যার সব ভালো তার। মধুরেণ সমাপয়েৎ হল পাঁচ বছরের আইনি লড়াইয়ের। এমনিতেই কঙ্গনাকে ( Kangana Ranaut)ড্রামা কুইন বলে বলিউডের একাংশ। তার অভিনয় নিয়ে যত না কথা হয়, তার থেকে অনেক বেশি কথা হয় তার সোশ্যাল মিডিয়া (Social Media) বা সংবাদমাধ্যমের সামনে তার বক্তব্য নিয়ে। কখনও হৃত্বিক রোশন (Hrithik Roshan) কখনও বা বলিউডের তিন খান, তার আক্রমণের হাত থেকে বাদ যায় না কেউ। বলিউডের নেপোটিজম (Nepotism) থেকে রাজনীতির ময়দান- ঝাঁসির রানী মণিকর্ণিকা (Manikarnika) সব অবতারেই যুদ্ধং দেহি। 

     Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

অভিনেত্রী- সাংসদ কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে ২০২০ সালে চিত্রনাট্যকার এবং গীতিকার জাভেদ আখতার (Javed Akhtar) মানহানির (Defamation) মামলা করেন, একটি ইন্টারভিউতে তাঁর সম্পর্কে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ আনার জন্য। ইন্টারভিউতে কঙ্গনা বলেছিলেন, জাভেদ আখতার একবার তাকে বাড়িতে ডেকেছিলেন, তখন তার ঋত্বিক রোশনের সঙ্গে সম্পর্কের ঝড় চলছিল। জাভেদ রীতিমতো তাকে হুমকি দেন  এবং চোখরাঙান এই বলে যে রোশান ফ্যামিলির কাছে কঙ্গনাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। নাহলে বড়সড় আইনি ঝামেলায় পড়বেন কঙ্গনা। হয় তার হাজতবাস হবে, আর নয়ত, অবসাদে তাকে আত্মহত্যা করতে হবে। পরিস্থিতি এমন দিকে এগোবে যে নিজেকে ধ্বংস করে দেওয়া ছাড়া কঙ্গনার হাতে আর কোনো উপায় থাকবে না। 

আরও পড়ুন: Secret Love of Sridevi | শ্রীদেবীর 'ছেলে'-ই প্রেমে হাবুডুবু নায়িকার, কিন্তু সে গোপন কথা..

এই ঘটনা ঘটেছিল অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সংবাদ মাধ্যম যখন নেপোটিজম নিয়ে তোলপাড় হয়ে উঠেছিল। ঠিক সে সময় কঙ্গনা বলিউডের অনেককে স্বজনপোষণ  নিয়ে আক্রমণ করেছিলেন। প্রকৃত মেধার চাষ হয় না বলিউডে কখনওই। এই প্রসঙ্গেই জাভেদ আখতার সম্পর্কে তিনি এই মন্তব্য করেন। এরপরই জাভেদ আখতার কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা করেন। কঙ্গনা এরপরে আবার গীতিকারের বিরুদ্ধে ব্যক্তি পরিসরে হস্তক্ষেপ এবং সম্মানহানির অভিযোগ তুলে মামলা আনেন। এই আইনি লড়াই ২০২০ সাল থেকে ২০২৫ অবধি চলার পর, অবশেষে দুজনেই ইতি টানলেন। শোনা যাচ্ছে এর পর নাকি গীতিকার জাভেদ আখতার কঙ্গনার ছবির জন্য গান লেখার ইচ্ছা প্রকাশ করেছেন।

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল

Read More