Home> বিনোদন
Advertisement

পরিচালক মধুর ভান্ডারকরকে খুনের ষড়যন্ত্রের অভিযোগে হাজতবাস মডেলের

একসময়ে পরিচালক মধুর ভান্ডারকরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন মডেল প্রীতি জৈন। এবার সেই প্রীতি জৈন-র ই ৩ বছরের কারাদণ্ড হল। পরিচালক মধুর ভান্ডারকরকে খুনের ষড়যন্ত্রের কারণে মডেল প্রীতি জৈনকে ৩ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল মুম্বইয়ের একটি আদালত।

পরিচালক মধুর ভান্ডারকরকে খুনের ষড়যন্ত্রের অভিযোগে হাজতবাস মডেলের

ওয়েব ডেস্ক: একসময়ে পরিচালক মধুর ভান্ডারকরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন মডেল প্রীতি জৈন। এবার সেই প্রীতি জৈন-র ই ৩ বছরের কারাদণ্ড হল। পরিচালক মধুর ভান্ডারকরকে খুনের ষড়যন্ত্রের কারণে মডেল প্রীতি জৈনকে ৩ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল মুম্বইয়ের একটি আদালত।

সেসময়ে প্রীতি জৈন অভিযোগ করেছিলেন যে, ছবিতে কাজের সুযোগ দেওয়ার নাম করে তাঁর সঙ্গে সহবাস করেছেন পরিচালক মধুর ভাণ্ডারকর। এই অভিযোগে পুলিসের কাছে দ্বারস্থ হন প্রীতি। কিন্তু সেই অভিযোগ থেকে পরিচালককে মুক্তি দেয় সুপ্রিম কোর্ট। এরপর পরিচালককে খুন করার জন্য আন্ডারওয়ার্ল্ড ডন অরুন গাওলির সঙ্গে যোগাযোগ করেন ওই মডেল। কাজটি করার জন্য গাওলির সাগরেদকে ৭০ হাজার টাকা অগ্রিম দেন তিনি। কিন্তু গাওলির আর এক সাগরেদ বিষয়টি পুলিসকে জানিয়ে দেয়। আর তারপরেই বিষয়টি প্রকাশ্যে আসে।

Read More