Home> বিনোদন
Advertisement

এবার পর্দায় আসছেন গৌরী, টুইঙ্কেল, মীরা

কীভাবে জীবনযাপন করেন গৌরী খান, মীরা রাজপুত, টুইঙ্কেল খান্নারা? 

এবার পর্দায় আসছেন গৌরী, টুইঙ্কেল, মীরা

নিজস্ব প্রতিবেদন: তারকাদের স্ত্রীদের জীবন ঠিক কেমন? কীভাবে জীবনযাপন করেন গৌরী খান, মীরা রাজপুত, টুইঙ্কেল খান্নারা? এবিষয়ে আগ্রহ রয়েছে বহু মানুষের সেকথা মাথায় রেখেই এবার গৌরী খান, টুইঙ্কেল খান্না, মীরা রাজপুতদের বড় পর্দায় তুলে ধরতে চলেছেন পরিচালক মধুর ভান্ডারকর।

মধুর ভান্ডরকর এমন একজন পরিচালক যিনি সবসময়ই বাস্তব বিষয়গুলিই পর্দায় তুলে ধরতে পছন্দ করেন, আর তার উদাহরণ আগে বহু রয়েছে। প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ফ্যাশান, করিনা কাপুর অভিনীত হিরোইন তেমনই সব বাস্তবধর্মী ছবির উদাহরণ। গৌরী খান, টুইঙ্কেল খান্না, মীরা রাজপুতদের জীবনও মধুর ভান্ডরকরের হাত ধরে উঠে আসবে পর্দায়। 

আরও পড়ুন- কণ্ঠ হারিয়ে ফেলতে বসেছিলেন, ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের অভিজ্ঞতা শোনালেন অভিনেতা চন্দন সেন

fallbacks

জানা যাচ্ছে, ইতিমধ্যেই এই ছবির জন্য চিত্রনাট্য লেখা শুরু করেছেন মধুর ভান্ডরকর। ছবির নাম 'বলিউড ওয়াইফস' হতে পারে বলে জানা যাচ্ছে। এই ছবির জন্য গৌরী খান, মীরা রাজপুত, টুইঙ্কেল খান্নার ভূমিকায় কারা অভিনয় করবে সেসব বিষয়ে কিছুই জানা যায়নি।

আরও পড়ুন-জন্মদিনে অরিজিৎ, রইল ছেলেবেলা থেকে বিয়ে, পছন্দের গায়কের কিছু অদেখা ছবি

Read More