Home> বিনোদন
Advertisement

ম্যাডোনাই ওম্যান অফ দ্য ইয়ার বলল বিলবোর্ড ম্যাগাজিন

সুরের জাদু। তাল-ছন্দ। মন-মাতাল করা কন্ঠ। জাস্ট লাইক এ প্রেয়ারই হোক, বা লাইক এ ভার্জিন। প্রতিটি গান, প্রত্যেক অ্যালবামের সুর-বোল লোকের মুখে মুখে। এমনই ক্যারিশমা ম্যাডোনার। এবার বিলবোর্ড ম্যাগাজিনের বিচারে, WOMAN OF THE YEAR নির্বাচিত হলেন, 'পাপা ডোন্ট প্রিচ' গার্ল।   

ম্যাডোনাই ওম্যান অফ দ্য ইয়ার বলল বিলবোর্ড ম্যাগাজিন

ওয়েব ডেস্ক: সুরের জাদু। তাল-ছন্দ। মন-মাতাল করা কন্ঠ। জাস্ট লাইক এ প্রেয়ারই হোক, বা লাইক এ ভার্জিন। প্রতিটি গান, প্রত্যেক অ্যালবামের সুর-বোল লোকের মুখে মুখে। এমনই ক্যারিশমা ম্যাডোনার। এবার বিলবোর্ড ম্যাগাজিনের বিচারে, WOMAN OF THE YEAR নির্বাচিত হলেন, 'পাপা ডোন্ট প্রিচ' গার্ল।   

আরও পড়ুন-  হিট হলেও, সুপারহিটের তকমা দেওয়া গেল না বেফিকরেকে
 
ম্যাডোনা বলতে অজ্ঞান তাঁর ফ্যানেরা। বিশ্বজুড়ে ছড়িয়ে, এই পপ-স্টারের ভক্তেরা। সুরের জাদুতে মাত করেছেন বারবার। কখনও হেডলাইন, তাঁর গান-তাল-ছন্দ। কখনও তিনিই স্টাইল আইকন। টোটাল পারফর্মার। বয়স এখন আটান্ন। ঝুলিতে অজস্র অ্যাওয়ার্ড। সম্মানিত বিশ্বের নানা প্রান্তে। জীবনে ছুঁয়েছেন একের পর এক মাইলস্টোন।

আরও পড়ুন- #ফ্ল্যাশব্যাক ২০১৬ : বলিউডে আলোড়ন ফেলে দেওয়া ঘটনা

তারই মধ্যে আরও একটি পুরস্কারের পালক যোগ হল, এবার বছর শেষে। বিলবোর্ড ম্যাগাজিনের বিচারে, ওম্যান অফ দ্য ইয়ার নির্বাচিত ম্যাডোনা।

Read More