Home> বিনোদন
Advertisement

Watch Mahakumbh Viral Girl Monalisa Video: পরের পর ঘুষি-লাথি, গুন্ডা পেটাচ্ছেন মোনালিসা! ভাইরাল 'কুম্ভ গার্ল'-র ভিডিয়ো...

Monalisa Viral Video: মিষ্টি স্নিগ্ধ মোনালিসার এমন 'রূপ' আগে কেউ কখনও দেখেননি! এ যেন মোনালিসার এক নতুন 'অবতার'!  

Watch Mahakumbh Viral Girl Monalisa Video: পরের পর ঘুষি-লাথি, গুন্ডা পেটাচ্ছেন মোনালিসা! ভাইরাল 'কুম্ভ গার্ল'-র ভিডিয়ো...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মুখের উপর এসে পড়ছে একের পর এক ঘুষি। সেইসঙ্গে দমাদ্দম লাথিও।  মহাকুম্ভের 'ভাইরাল গার্ল', কটা চোখের মোনালিসাকে এবার দেখা গেল গুন্ডা পেটাতে! সেই ভিডিয়ো সামনে আসতেই, তা ভাইরাল হয়ে গিয়েছে।  

মহাকুম্ভে মালা বিক্রি করতে গিয়ে ভাইরাল মোনালিসা। তাঁর জনপ্রিয়তা ইতিমধ্যেই ব্যাপক বেড়েছে। এখনও পর্যন্ত 'কুম্ভ গার্ল' মোনালিসার যে যে ভিডিয়ো সামনে এসেছে, তার সবগুলি-ই ভাইরাল হয়েছে। এবার মোনালিসার গুন্ডা পেটানোর এই ভিডিয়োও ভাইরাল। বলাই বাহুল্য যে, মিষ্টি স্নিগ্ধ মোনালিসার এমন 'রূপ' আগে কেউ কখনও দেখেননি! এ যেন মোনালিসার এক নতুন 'অবতার'!

প্রসঙ্গত, মহাকুম্ভে ভাইরাল হওয়ার পর এবার বড় পর্দায় আসতে চলেছেন মোনালিসা। তাঁকে নিয়ে বানানো হচ্ছে সিনেমা। সেই সিনেমার শ্যুটিংয়ের একটি দৃশ্য-ই ভাইরাল হয়েছে এবার। যেখানে তাঁকে দেখা যাচ্ছে, একটি অ্যাকশন দৃশ্যের শ্যুট করতে। গুন্ডাদের মারধর সেই শ্যুটের-ই অংশ। মহাকুম্ভে ভাইরাল হওয়ার পর থেকেই কটা চোখের মোনালিসাকে নিয়ে কৌতূহলের শেষ নেই। গুগল সার্চেও রীতিমতো ট্রেন্ডিং 'কুম্ভ গার্ল' মোনালিসা। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

জানা গিয়েছে, মোনালিসার পুরো নাম মোনালিসা ভোঁসলে। ইন্দোরের মহেশ্বর এলাকার বাসিন্দা মোনালিসা খুবই সাধারণ এক পরিবারের মেয়ে। মহেশ্বর এলাকারই ৫০ জনের একটি দলের সঙ্গে প্রয়াগরাজের মহাকুম্ভে পৌঁছন তিনি। সেখানে তাঁর পরিবারের সঙ্গে তিনিও জিনিসপত্র, রুদ্রাক্ষ ও কাঁথির মালা বিক্রি করেন।

আরও পড়ুন, 80000 crore gold reserve in Indus: জলে মিশে সোনা! ৮০০০০ কোটির স্বর্ণভান্ডার! ভাগ্য খুলে গেল ভারতের পড়শি দেশের...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More