Home> বিনোদন
Advertisement

শিবসেনায় যোগ সলমনের দেহরক্ষী শেরার

 শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরে ও যুব সেনা সভাপতি আদিত্য ঠাকরের উপস্থিতিতে শিবসেনায় যোগ দেন গুরমিত সিং অর্থাৎ শেরা।

শিবসেনায় যোগ সলমনের দেহরক্ষী শেরার

নিজস্ব প্রতিবেদন: শিবসেনায় যোগ দিলেন বলিউডের ভাইজান সলমনের দেহরক্ষী শেরা। শুক্রবার শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরে ও যুব সেনা সভাপকি আদিত্য ঠাকরের উপস্থিতিতে শিবসেনায় যোগ দেন গুরমিত সিং অর্থাৎ শেরা।

শুক্রবার মুম্বইয়ে ঠাকরের বাড়ি মাতোশ্রীতে গিয়েই শিবসেনায় যোগদেন করেন শেরা। শিবসেনার টুইটার হ্যান্ডেলেই শেরার যোগদানের কথা জানিয়ে টুইট করা হয়। 

আরও পড়ুন-চুল নিয়ে চুলোচুলি, ঋত্বিকের টাকের সমাধান কি করতে পারবে 'টেকো'?

fallbacks

ছবি: টুইটার

আরও পড়ুন-কাকুর বিয়েতে ছোট্ট কঙ্গনা, পোস্ট করলেন ছেলেবেলার কিছু মুহূ্র্ত

মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের ঠিক আগে শেরার শিবসেনায় যোগ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ২১ অক্টোবর রয়েছে ভোটগ্রহণ আর ভোটগণনা হবে ২৪ অক্টোবর। প্রসঙ্গত, বলিউডের ভাইজান সলমনের দেহরক্ষী হিসাবেই বেশি পরিচিত গুরমিত সিং ওরফে শেরা।

Read More