নিজস্ব প্রতিবেদন: দু'দিন পরেই অর্জুন কাপুরের (Arjun Kapoor) জন্মদিন। সেদিন যে কিছু না কিছু চমক অপেক্ষা করছে তার আভাস মিলল এদিন মুম্বই বিমানবন্দরে। অভিনেতাকে তার বান্ধবী মালাইকার সঙ্গে মুম্বই বিমানবন্দরে দেখা গেল। জন্মদিনের কয়েকদিন আগে একসঙ্গে প্যারিস উড়ে গেলেন যুগলে। ২৬ মে বয়স একবছর বাড়বে অভিনেতা অর্জুন কাপুরের। প্রেমিকের জন্মদিনের দিনকয়েক আগেই উপহার দিয়েছেন মালাইকা আরোরা।
মালাইকা এবং অর্জুন তাদের জন্মদিন উদযাপনের জন্য প্যারিসকে বেছে নিয়েছে। জন্মদিন যে রোম্যান্টিক হতে চলেছে তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। এদিন বিমানবন্দরে নীল টি-শার্টে অর্জুন আর মালাইকাকে দেখা গেল একই রঙ্গের ড্রেসে৷
প্রসঙ্গত, ২০১৯ সাল থেকে সম্পর্কের শুরু। চলতি বছরের শুরুতেই দু'জনের আলাদা হওয়ার খবর রটে গিয়েছিল। আর তাতে বেশ বিরক্ত হয়েছিলেন বনি কাপুরের ছেলে। তবে সোশ্যাল পোস্ট করে সম্পর্কের উপস্থিতিও জানান দিয়েছিলেন তিনি। ২০২১-এর অক্টোবরে দ্য লেডি কিলার ঘোষণা করেন অর্জুন এবং এই ছবির জন্য বেশ উত্তেজিতও ছিলেন তিনি। সম্প্রতি ভূমি পেডনেকারের সঙ্গে ছবির শুটিং শেষ করেছেন অর্জুন।
আরও পড়ুন, Rudrani-Rudrani : ঝাঁ চকচকে প্রেম নয়, খেটে খাওয়া মানুষের গল্প বলবে 'আকাশ অংশত মেঘলা'