Home> বিনোদন
Advertisement

জন্মদিনের পার্টিতে বিকিনি পরে তুমুল নাচ Mandira Bedi-র, ভাইরাল ভিডিয়ো

নিমেষে ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।

জন্মদিনের পার্টিতে বিকিনি পরে তুমুল নাচ Mandira Bedi-র, ভাইরাল ভিডিয়ো

নিজস্ব প্রতিবেদন : ১৫ এপ্রিল বৃহস্পতিবার ৪৯-এ পা দিলেন মন্দিরা বেদী (Mandira Bedi)। ওইদিন জন্মদিন উপলক্ষে মন্দিরার বাড়িতেই সেলিব্রেশন পার্টির আয়োজন করা হয়েছিল। সেই পার্টিতেই গোলাপি বিকিনি পরে নেচে ঝড় তুললেন মন্দিরা। নিমেষে ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।

জন্মদিনের পার্টির ভিডিয়ো নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন মন্দিরা। যেখানে মার্কিন র‍্যাপার '৫০ সেন্ট'-এর 'In The Club' গানে নাচতে দেখা গিয়েছে মন্দিরা বেদী (Mandira Bedi) ও তাঁর আরও কয়েকজন বন্ধবীকে। মন্দিরার এই পার্টিটা মূলত গার্লস পার্টিই ছিল।

আরও পড়ুন-''কোন বস্তি থেকে তুলে নিয়ে এসেছেন?''Mandira Bedi-র দত্তক কন্যাকে কদর্য আক্রমণ

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mandira Bedi (@mandirabedi)

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mandira Bedi (@mandirabedi)

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mandira Bedi (@mandirabedi)

বৃহস্পতিবার জন্মদিন উপলক্ষে মন্দিরাকে (Mandira Bedi) শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দেন তাঁর বি-টাউনের বন্ধুরা। মৌনি রায়, অর্জুন বিজলানি, আশকা গোরাডিয়া সহ অনেকেই তাঁকে সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করে শুভেচ্ছা জানান। ১৯৯৪ সালে টেলি ধারাবাহিক 'শান্তি'-তে অভিনয় করে জনপ্রিয়তা পান মন্দিরা বেদী। দুরদর্শনের বিভিন্ন অনুষ্ঠান সঞ্চালনা করতেও দেখা গিয়েছে তাঁকে। পরবর্তীকালে ক্রীড়া সঞ্চালক হিসাবে জনপ্রিয়তা পান মন্দিরা। 

Read More