Home> বিনোদন
Advertisement

ভারতের মহাজাগতিক 'মঙ্গল' সাফল্যে আনন্দে মাতোয়ারা বলিউড, টুইটার ভাসল শুভেচ্ছায়

লাল গ্রহের কক্ষপথে পৌঁছে গেছে ভারতের মঙ্গলযান। ভারতের এই মহাজাগতিক সাফল্যে সারা দেশের সঙ্গেই আনন্দে মেতেছে বলিউড। টিনসেল টাউনের তারাদের  টুইট শুভেচ্ছায় ভাসল 'মম'।

  ভারতের মহাজাগতিক 'মঙ্গল' সাফল্যে আনন্দে মাতোয়ারা বলিউড, টুইটার ভাসল শুভেচ্ছায়

ওয়েব ডেস্ক: লাল গ্রহের কক্ষপথে পৌঁছে গেছে ভারতের মঙ্গলযান। ভারতের এই মহাজাগতিক সাফল্যে সারা দেশের সঙ্গেই আনন্দে মেতেছে বলিউড। টিনসেল টাউনের তারাদের  টুইট শুভেচ্ছায় ভাসল 'মম'।

পৃথিবীর প্রথম দেশ হিসাবে ইসরোর মার্স অরবাইটার মিসন ৬৫০ মিলিয়ন কিলোমিটার বেগে ন'মাসের যাত্রা শেষ প্রবেশ করল মঙ্গলের কক্ষপথে।

শহীদ কাপুর-

অক্ষয় কুমার-

মধুর ভান্ডারকর-

Read More