Home> বিনোদন
Advertisement

করোনা আক্রান্ত কিনা জানতে প্রেমিককে পরীক্ষা করতে বললেন মিমি!

 এবার এই দৃশ্যটিই নতুন ভাবে উঠে এসেছে মিমি চক্রবর্তীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।

করোনা আক্রান্ত কিনা জানতে প্রেমিককে পরীক্ষা করতে বললেন মিমি!

নিজস্ব প্রতিবেদন : রাজ চক্রবর্তী পরিচালিত সুপার হিট ছবি 'বোঝেনা সে বোঝেনা' দেখেছেন? ২০২০ সালে মুক্তি পাওয়া ছবিটিতে বেশকিছু মজার দৃশ্যের কথা হয়ত অনেকেই মনে রেখেছেন? এমনই একটি দৃশ্যে দেখা গিয়েছিল প্রেমিকের (সোহম) এইডস আছে কিনা জানতে রক্ত পরীক্ষা করিয়েছিলেন নার্স রিয়া (মিমি)। তা নিয়ে সোহমের বেশকিছু ডায়ালগ এবং অভিব্যক্তি সহ ওই দৃশ্যটি অনেকেরই মন কেড়েছিল। আর এবার এই দৃশ্যটিই নতুন ভাবে উঠে এসেছে মিমি চক্রবর্তীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।

'বোঝেনা সে বোঝেনা' ছবিতে মিমি-সোহমের সেই দৃশ্যের ডায়ালগ কিছুটা বদলে করোনা সচেতনতা প্রচারে ব্যবহার করলেন সাংসদ, অভিনেত্রী মিমি। চলুন দেখে নেওয়া যাক, ছবির পুরনো দৃশ্যে ঠিক কী ছিল? আর নতুন ভিডিয়োতে কী, কী বদলে করোনার জন্য সচেতনতা প্রচারে এটিকে মিমি ব্যবহার করছেন।

আরও পড়ুন-করোনা মোকাবিলায় ঘাটালের জন্য ১ কোটি টাকা দিলেন দেব

আরও পড়ুন-করোনা মোকাবিলায় মহারাষ্ট্র সরকারের পাশে হৃত্বিক, বড় অঙ্কের টাকা অনুদান প্রভাসের

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

মিমির এমন অভিনব পরিকল্পনা বেশ পছন্দ হয়েছে অনেক নেটিজেনেরই।

fallbacks

ছবিতে রাজ চক্রবর্তী এই দৃশ্য, ডায়ালগগুলি ব্যবহার করেছিলেন বিয়ের আগে রক্ত পরীক্ষা কতটা জরুরী সেটা দর্শকদের কাছে তুলে ধরার জন্য। আর এবার মিমি এই একই দৃশ্য ডায়ালগ বদলে করোনার সচেতনতা প্রচারে ব্যবহার করলেন।

Read More