নিজস্ব প্রতিবেদন: পরনে কালো আলখাল্লা, চোখে গোল মেটাল ফ্রেমের চশমা, লম্বা সাদা চুল সাদা দাঁড়িতে রবীন্দ্রনাথের বেশে হাজির মীর আফসার আলি(Mir)। ২৫ শে বৈশাখের বিকেলে মীরের এহেন ছবি দেখে হতবাক নেটিজেনরা(Netizen)। নানা বিষয়েই রসিকতা করে থাকেন মীর। এবার একেবারে বিশ্বকবির জন্মদিনে তাঁরই বেশে হাজির সঞ্চালক অভিনেতা।
এই ছবি পোস্ট করেই ক্ষান্ত থাকেননি তিনি। তাঁর সঙ্গে জুড়েছেন রবীন্দ্রনাথের(Rabindranath Tagore) লেখা চারটি লাইনের প্যারোডি। রবীন্দ্র নাথ ঠাকুরের লেখা অন্যতম জনপ্রিয় কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ। সেই কবিতার প্রথম দুটি পঙক্তি,'আজি এ প্রভাতে রবির কর / কেমনে পশিল প্রাণের পর' নিয়েই প্যারোডি লিখেছেন,'আজি এ দিবসে রবির চড়/কেমনে বসিল গালের ‘পর/জন্মদিনের কেক কাটিবেন মহান বিশ্বকবি/বিশ্বভারতীরও কাছে নাই রবির এমন ছবি...'।
মীরের রসিকতায় মজেছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। অনেকেই মীরের রসিকতায় মজা উপভোগ করছেন কিন্তু অনেকেই আবার চটেছেন মীরের উপর। এক নেটিজেন লিখেছেন,'খুব কি দরকার ছিল আজ এটা করার?'আরেকজন লিখেছেন, 'আজ কি ফাজলামি করার দিন?',কেউ লিখেছেন,'এই বেয়াদপি সহ্য করা যায় না', সবমিলিয়ে নানা মন্তব্যে রবীন্দ্র জন্মজয়ন্তীতে ভাইরাল মীরের ছবি।