Home> বিনোদন
Advertisement

TRP: প্রথমস্থান হারালো 'ধুলোকণা', সেরার দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ে 'গাঁটছড়া'-'মিঠাই'

এক নজরে দেখে নেওয়া যাক, কোন ধারাবাহিক পেল কত নম্বর?

TRP: প্রথমস্থান হারালো 'ধুলোকণা', সেরার দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ে 'গাঁটছড়া'-'মিঠাই'

নিজস্ব প্রতিবেদন: বেশ অনেকটাই টিআরপি(TRP) কমেছে বাংলা ধারাবাহিকের। শীর্ষস্থানে থাকা ধারাবাহিকের প্রাপ্ত নম্বর মাত্র ৭.৫। আইইপিএলের প্রভাবে গত একমাস থেকেই পড়েছে এই নম্বর, তবে এই সপ্তাহের নম্বর অনেকটাই। গত দুই সপ্তাহ ধরে শীর্ষস্থানে ছিল লালন-ফুলঝুড়ির 'ধুলোকণা'(Dhulokona)। বিয়ের পর্ব মিটতে প্রথম থেকে সোজা তৃতীয় স্থানে নেমে এলো এই ধারাবাহিক। 

অন্যদিকে বেশ কয়েকদিন পর শীর্ষস্থান ফিরে পেল গাঁটছড়া(Gantchora)। দ্বিতীয় স্থানে রয়েছে মিঠাই(Mithai)। যদিও নম্বরের তফাত দুই ধারাবাহিকের মধ্যে অনেক কম, মাত্র ০.২। ধুলোকণা তৃতীয় স্থানে আসায় টাইমস্লটে সেরার জায়গা ফিরে পেয়েছে মিঠাই। চতুর্থ স্থানে রয়েছে গৌরী এলো। আর পঞ্চম স্থান পেয়েছে আলতা ফড়িং। এক নজরে দেখে নেওয়া যাক, কোন ধারাবাহিক পেল কত নম্বর?

 প্রথম-  গাঁটছড়া (৭.৫)
দ্বিতীয়- মিঠাই (৭.৩)
তৃতীয়- ধুলোকণা (৭.১)
চতুর্থ- গৌরী এলো (৭.০)
পঞ্চম- আলতা ফড়িং (৬.৭)
ষষ্ঠ-    উমা (৬.৪)
           লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৬.৪)
সপ্তম- মন ফাগুন (৬.১)
অষ্টম- অনুরাগের ছোঁয়া (৬.০)
নবম- লালকুঠি (৫.৮)
দশম- পিলু (৫.৭)
          আয় তবে সহচরী (৫.৭)

প্রথম সপ্তাহ থেকেই টিআরপি তালিকায় জায়গা করে নিয়েছে রাহুল রুকমা জুটির লালকুঠি। এই জুটিকে অনেকদিন ধরেই ছোটপর্দায় মিস করছিল দর্শক। এবার তাঁদের ফিরে পাওয়া গেছে এই নয়া ধারাবাহিকে। 

আরও পড়ুন: Jeetu Kamal: 'সমালোচনা নিয়ে ভয় পাই না কারণ আমি কোনও শর্টকাট নিইনি', অপরাজিত নিয়ে আত্মবিশ্বাসী জীতু কমল

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

Read More