Home> বিনোদন
Advertisement

আবার বিয়ে করছেন হবু মা এষা দেওল!

আবার বিয়ে করছেন হবু মা এষা দেওল!

ওয়েব ডেস্ক: মা হতে চলেছেন বলিউডের দুই নায়িকা। একজন শর্মিলা ঠাকুরের মেয়ে সোহা আলি খান। অপর জন বলিউডের ড্রিম গার্ল হেমা মালিনি কন্যা এষা দেওল । ক’দিন আগেই সোহা আলি খানের সাধের অনুষ্ঠান হয়ে গেল। আর ক’দিন পরেই এষা দেওলের সাধের অনুষ্ঠান হওয়ার কথা। তার মধ্যেই শোনা গেল আবার নাকি বিয়ে করতে চলেছেন এষা!

চমকে গেলেন নিশ্চয়ই? সেটাই স্বাভাবিক। তবে ঘাবড়াবেন না। সূত্রের খবর, ২৭ আগস্ট এষা দেওলের সাধের অনুষ্ঠান হওয়ার কথা। আর সেই অনুষ্ঠানকেই আরও রোম্যান্টিক করে তুলতে স্বামী ভরত তখতানিকেই আবার বিয়ে করবেন এষা।

এষা দেওলের পরিবারের এক সদস্য জানিয়েছেন, ২৭ আগস্ট একটি একেবারে ব্যক্তিগত অনুষ্ঠান হবে। এষার সাধের অনুষ্ঠানে হাজির থাকবেন আত্মীয়-সজন এবং ঘণিষ্ঠ কয়েকজন বন্ধু-বান্ধব। সেখানেই এষার সঙ্গে ভরতের আবার বিয়ে হবে। তবে এবার আর সাত পাক নয়, তিন পাকে বিয়ে হবে। এটি একটি ঐতিহ্যবাহী সিন্ধি অনুষ্ঠান।

ফিল্মফেয়ার ম্যাগাজিনের প্রচ্ছদে কঙ্গনা রানাওয়াতের ছবিটা দেখেছেন?

 

Read More