Home> বিনোদন
Advertisement

MS Dhoni's Bollywood Debut: 'অ্যানিম্যাল' লুকে ভাইরাল ধোনি, IPL শেষে বলিউডে ডেবিউ!

Viral Video: দাদার পর এবার মাহি। ক্রিকেট থেকে অবসর নিয়ে এবার অভিনয়ে হাত পাকাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে মহেন্দ্র সিং ধোনি। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল ভিডিয়ো। 

MS Dhoni's Bollywood Debut: 'অ্যানিম্যাল' লুকে ভাইরাল ধোনি, IPL শেষে বলিউডে ডেবিউ!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সোমবার সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের প্রচারে একটি ভিডিয়োতে অভিনয় করেন দাদা। সৌরভের অভিনয় ঝড়ের গতিতে ভাইরাল নেটপাড়ায়। এবার আসরে ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। শান্ত মাহি যখন 'অ্যানিম্যাল' (Animal) হয়ে ওঠে, তখন কী হয়? তারই ঝলক পাওয়া গেল মঙ্গলবার।  

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার একটি বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তুলেছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫ মরসুম শুরুর জন্য প্রস্তুতি নিচ্ছেন ধোনি, নতুন মরসুম শুরুর আগে একটি বিজ্ঞাপনে ভক্তদের তাক লাগিয়ে দিয়েছেন। বিজ্ঞাপনটিতে, ধোনিকে ফের লম্বা চুলে দেখা যায়, ঠিক যেমনটি 'অ্যানিম্যাল' ছবিতে বলিউড অভিনেতা রণবীর কাপুর করেছিলেন।

আরও পড়ুন- Manosi Sengupta: স্বামীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন! বিতর্ক পেরিয়ে ফের মা হলেন মানসী...

বিজ্ঞাপনটিতে ধোনিকে রণবীর কাপুরের মতো এন্ট্রি নিতে দেখা যায়। একেবারে রণবীরের লুকেই। ধোনি পরিচালককে জিজ্ঞাসা করেছিলেন যে এটা কি খুব বেশি? তারপর দু'জনের মধ্যে শুরু হয়  মজার বাক্যালাপ। বিজ্ঞাপনটি একটি সাইকেলের। গাড়ি থেকে নেমে সাইকেলে চড়েন ধোনি। এই সময়ে ‘অ্যানিমাল’ ছবির বিখ্যাত সংলাপ ‘ব্যাহরা নেহি হু, শুনাই দে রাহা হে..’ এটিও নিজের স্টাইলে বলেন মাহি। 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by EMotorad (@e_motorad)

আরও পড়ুন- Nagpur Violence | Vicky Kaushal: 'যার বউ মুসলিম, সে কী করে এটা করল!', নাগপুর সংঘর্ষে কাঠগড়ায় ভিকি...

আন্তর্জাতিক ক্রিকেটে হাতেখড়ি হওয়ার সময় বড় চুল ছিল ধোনির। মাহির সেই লুক ছিল ভাইরাল। দীর্ঘদিন পর আবার সেই লুকে দেখা যায়‌ তাঁকে। আগামী ২২ থেকে শুরু হতে চলেছে আইপিএল। তারই প্রস্তুতি নিচ্ছেন ধোনি। প্রতিদিন ২-৩ ঘণ্টা ধরে ব্যাট করছেন চেন্নাই সুপার কিংসের প্রাক্তন অধিনায়ক। নিজের ফিটনেসেও জোর দেন। এটাই শেষ আইপিএল হতে পারে ধোনির। এরই মাঝে তাঁর অ্যাক্টিং স্কিল দেখে অবাক নেটপাড়া। এখন থেকেই শুরু জল্পনা। তাহলে কি আইপিএল থেকে অবসরে নিয়ে বলিউডে ডেবিউ করতে চলেছেন ধোনি। প্রশ্ন অনেক, উত্তর দেবে সময়। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More