নিজস্ব প্রতিবেদন: আরিয়ান-কাণ্ডে নয়া মোড়! চাঞ্চল্যকর দাবি করল মুম্বইয়ের এক ব্যবসায়ী। তাঁর বক্তব্য, এনসিবি-র মাদক কাণ্ডে ফাঁসানো হয়েছে শাহরুখ পুত্র আরিয়ান খানকে।এই ঘটনায় আরিয়াকে যে 'ফ্রেম আপ' করা হয়েছে তা তিনি আগে থেকেই জানতেন।
৩ অক্টোবর গ্রেফতারের তিন সপ্তাহ জেলে কাটানোর পর আরিয়ান (২৩) উচ্চ আদালত থেকে জামিন পেয়েছিলেন। তারপরেই এদিন ব্যবসায়ী বিজয় পাগারে মারাঠি নিউজ চ্যানেলগুলির সামনে দাবি করেন, কিছু লোক অর্থ উপার্জনের জন্য এ বিষয়ে জড়িত ছিল। তিনি জানান, এটি পূর্ব পরিকল্পিত, তিনি আরও দাবি করেন যে তিনি এই পরিকল্পনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিনতেন, যার মধ্যে NCB সাক্ষী কিরণ গোসাভি যার আরিয়ানের সঙ্গে সেলফি ভাইরাল হয়েছিল।
আরও পড়ুন, পাঁচটি সিনেমাহলে Akshay-র 'Sooryavanshi' ছবির প্রদর্শন জোর করে বন্ধ করলেন কৃষকরা
অন্যদিকে, আরিয়ান খান-কাণ্ডে এ বার উঠে এল সুনীল পাটিলের নাম। বিজেপি-র অভিযোগ, এনসিপি-ঘনিষ্ঠ এই সুনীলই মূল চক্রী। বিজেপি-কে বদনাম করার জন্যই সুনীলকে ঢাল হিসেবে ব্যবহার করেছে এনসিপি নেতারা। এর আগে, এনসিবির তরফে এই মামলার সাক্ষী প্রভাকর সেল অভিযোগ করেছিলেন যে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর কিছু কর্মকর্তা আরিয়ানকে ছেড়ে দেওয়ার জন্য অর্থ আদায়ের চেষ্টা করেছিলেন।
এদিকে, প্রমোদতারীর মাদক মামলায় এনসিবি কর্মকর্তাদের বিরুদ্ধে তোলাবাজির প্রচেষ্টার অভিযোগ খতিয়ে দেখতে গঠিত বিশেষ তদন্ত দল (এসইটি) সোমবার ফের মুম্বইতে আসবে।সাক্ষী প্রভাকর সেল এবং অন্যদের অভিযোগের তদন্ত করতে এনসিবির ডেপুটি ডিরেক্টর জেনারেল জ্ঞানেশ্বর সিং-এর নেতৃত্বে পাঁচ সদস্যের এসইটি গঠন করা হয়েছে।