Home> বিনোদন
Advertisement

দেখে নিন টাইগার শ্রফের মুন্না মাইকেলের রুশ পোস্টার

দেখে নিন টাইগার শ্রফের মুন্না মাইকেলের রুশ পোস্টার

ওয়েব ডেস্ক: আগামী ২১ জুলাই রিলিজ করতে চলেছে টাইগার শ্রফের ফিল্ম মুন্না মাইকেল। সেইজন্যই ফিল্মের প্রোমোনে এখন খুবই ব্যস্ক তিনি। এই ফিল্মে টাইগার শ্রফ ছাড়াও রয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি এবং নিদ্ধি আগরওয়াল। শোনা যাচ্ছে, মু্ন্না মাইকেলে রয়েছে যেমন ডান্স তেমনই অ্যাকশন। এই ফিল্ম দর্শকের ভাল লাগবে বলেই বিশ্বাস টাইগার শ্রফ অ্যান্ড কোম্পানির।

আরও পড়ুন রণবীর কাপুরের ড্রাগনের শুটিং কবে থেকে শুরু হবে জানুন

মুন্না মাইকেল অবশ্য শুধু ভারতেই রিলিজ করছে না। বরং, এই ফিল্ম রিলিজ হচ্ছে পুতিনের দেশ রাশিয়াতেও। এই খবর জানিয়েছেন ফিল্ম সমালোচক তরন আদর্শ। তিনি মুন্না মাইকেল ফিল্মের রাশিয়ান পোস্টারটিও টুইট করেছেন। একবার দেখেই নিন, ভারতীয় ফিল্মের রাশিয়ান পোস্টার। প্রসঙ্গত, এই ফিল্মের ডিরেক্টর সাব্বির খান। ফিল্মের প্রোডিউসার ভিকি রজনী। এর আগে সাব্বির খান এবং টাইগার শ্রফ হিরোপন্থি এবং বাগিতে একসঙ্গে কাজ করেছেন।

fallbacks

আরও পড়ুন  আমেরিকা থেকে দেশে ফিরে খুব খুশি দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া

Read More