Home> বিনোদন
Advertisement

পরিণীতির 'বোল্ড' ফিগারের রহস্য

প্রথম যখন বলিউডের গ্ল্যামার ওয়ার্ল্ডে পা রেখেছিলেন পরিণীতি চোপড়া তখন ফিগার মোটেই এমন হালকা পাতলা ছিল না। বরং বেশ স্থূলকায় ছিলেন তিনি। সেই স্থূলকায় ফিগারকে কমিয়ে অনেক বোল্ড হয়েছেন তিনি। তাঁর এই স্থূলকায়া থেকে বোল্ড হওয়ার পিছনের রহস্য জানালেন।

পরিণীতির 'বোল্ড' ফিগারের রহস্য

ওয়েব ডেস্ক: প্রথম যখন বলিউডের গ্ল্যামার ওয়ার্ল্ডে পা রেখেছিলেন পরিণীতি চোপড়া তখন ফিগার মোটেই এমন হালকা পাতলা ছিল না। বরং বেশ স্থূলকায় ছিলেন তিনি। সেই স্থূলকায় ফিগারকে কমিয়ে অনেক বোল্ড হয়েছেন তিনি। তাঁর এই স্থূলকায়া থেকে বোল্ড হওয়ার পিছনের রহস্য জানালেন।

'লেডিস ভার্সেস রিকি বহেল' ছবিতে যখন প্রথম পরিণীতি চোপড়াকে দেখা গেল, তখন তিনি বেশ গোলুমোলু। আর সদ্য করা একটি ম্যাগাজিনের ফোটোশ্যুটে তিনি বেশ বোল্ড। এর রহস্য কী জানতে চাওয়ায় পরিণীতি জানালেন, ওজন কমানোর জন্য তিনি অনেক কষ্ট করেছেন। না খেয়ে বা কম খেয়ে থাকতে তিনি একেবারেই পারেন না। কিন্তু ফিগারের জন্য তাঁকে কম খেয়ে আর প্রচুর এক্সারসাইজ করে কাটাতে হয়েছে। খাবারের মধ্যে থাকত শুধুই সেদ্ধ আর তরল জাতীয় খাবার। তবে অবশ্যই তা প্রোটিনিয়াস। যাতে ওজন কমলেও আপনি অসুস্থ না হয়ে পড়েন।

অনেক কষ্ট করে ওজন কমিয়ে ঠিকঠাক ফিগার আনতে পেরেছেন পরিণীতি। এবার এই ফিগারটাই ধরে রাখতে চান।

Read More