Home> বিনোদন
Advertisement

সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অভিনেতা Naseeruddin Shah

নিউমোনিয়ায় (Pneumonia) আক্রান্ত হয়ে হিন্দুজা হাসপাতালের নন কোভিড ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন নাসিরুদ্দিন শাহ।

সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অভিনেতা Naseeruddin Shah

নিজস্ব প্রতিবেদন : অবশেষে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ (Naseeruddin Shah)। বুধবারই হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে বর্ষীয়ান অভিনেতাকে। গত ২৯ জুন নিউমোনিয়ায় (Pneumonia) আক্রান্ত হয়ে হিন্দুজা হাসপাতালের নন কোভিড ওয়ার্ডে ভর্তি হন তিনি।

নাসিরুদ্দিন শাহ (Naseeruddin Shah)-র সুস্থতার কথা সোশ্যাল মিডিয়ায় জানান তাঁর ছেলে বিভান। ইনস্টাগ্রামে নাসিরুদ্দিন শাহ ও তাঁর স্ত্রী রত্না পাঠকের একটি ছবি শেয়ার করেছেন তিনি। যেখানে বাড়ির শোবার ঘরে কিছু একটা নিয়ে ব্যস্ত থাকতে দেখা যাচ্ছে নাসিরুদ্দিন শাহ ও রত্না পাঠককে। ছবি শেয়ার করে বিভান লিখেছেন, "উনি আজ সকালে সবেমাত্র বাড়ি ফিরেছেন।" 

fallbacks

আরও পড়ুন-স্কুলের ফি দিতে পারেননি বাবা, ছোট্ট Salman-কে কঠিন শাস্তি দিয়েছিলেন প্রিন্সিপাল

নিজের ফিল্মি কেরিয়ারে তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন নাসিরউদ্দিন শাহ  (Naseeruddin Shah)। শেষবার তাঁকে দেখা হয়েছিল ২০২০ সালে 'মী রাকসাম' নাটকে। ২০২০তে অ্যামাজন প্রাইম ভিডিও-র ওয়েব-সিরিজ 'বান্দিশ ব্যান্ডিটস'-এ বন্দী দস্যু চরিত্রে অভিনয়ের জন্য প্রশংসিত হন। 'মাসুম', 'সরফরোশ', 'ইকবাল', 'অ্যা ওয়েটনাস্টডে', 'মনসুন ওয়েডিং' এবং 'মকবুল'-এর মতো ছবিতে  নাসিরউদ্দিন শাহ  (Naseeruddin Shah)র অভিনয় সমালোচকদের কাছে প্রশংসিত হয়। 

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

Read More