Home> বিনোদন
Advertisement

লখনউয়ের ‌যৌনপল্লিতে নওয়াজউদ্দিন সিদ্দিকি

লখনউয়ের ‌যৌনপল্লিতে নওয়াজউদ্দিন সিদ্দিকি

ওয়েব ডেস্ক: লখনউয়ের ‌যৌনপল্লিতে দেখা মিলল নওয়াজউদ্দিন সিদ্দিকির। নওয়াজ হঠাৎ কী করতে গেলেন সেখানে? মাথায় আসছে দুষ্টু ভাবনা! তাহলে কিন্তু ভাবনায় লাগাম টানতে হবে।

তবে তথ্যে কোনও ভুল নেই। সত্যিই লখনউয়ের ‌যৌনপল্লিতে গিয়েছিলেন নওয়াজউদ্দিন। তাঁর নতুন ছবি 'বাবুমশাই বন্দুকবাজ'। ছবিতে শ্যুটারের ভূমিকায় নওয়াজ। লখনউয়ের রেড লাইট এলাকায় একটি অ্যাকশন দৃশ্য শ্যুট করতে চেয়েছিলেন পরিচালক কুশন নন্দী। তবে শ্যুটিং করতে গিয়ে ঝামেলায় পড়েন ছবির কলাকুশলীরা। তবে সেই বাধা কাটিয়েছেন পরিচালক। শেষপ‌র্যন্ত ভালয় ভালয় শ্যুটিং মিটেছে।

ছবিতে অভিনয় করেছেন স্থানীয় লোকজনও। কুশনের কথায়,"আমি চেয়েছিলাম ব্যাপারটা বাস্তবধর্মী হোক। সেজন্য ওখানে গিয়ে শ্যুট করেছি। দর্শকদের ভাল লাগবে।" বাবুমশাই বন্দুকবাজ মুক্তি পাচ্ছে আগামী ২৫ অগাস্ট।

আরও পডুন, পিসিমণির '‍সাধ'‍-এ গিয়ে '‍মস্তি'‍র সঙ্গে মস্তিতে ক্ষুদে তৈমুর

Read More