Home> বিনোদন
Advertisement

বছরের শুরুতে বন্ধুকে চুম্বন, ভাইরাল জনপ্রিয় অভিনেত্রীর ছবি

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবি শেয়ার করেন নেহা পেনসে 

বছরের শুরুতে বন্ধুকে চুম্বন, ভাইরাল জনপ্রিয় অভিনেত্রীর ছবি

নিজস্ব প্রতিবেদন : বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে৷ গ্রহ পূজো দিয়েই শুরু হয়েছে বিয়ের অনুষ্ঠানের প্রথম পর্ব৷ কিন্তু বন্ধুর সঙ্গে সাতপাকে বাঁধা পড়ার আগেই নতুন ছবি শেয়ার করলেন টেলভিশনের জনপ্রিয় অভিনেত্রী (Nehha Pendse) নেহা পেনসে৷

আরও পড়ুন : কুশলের শেষকৃত্যের পরই বিদেশে পাড়ি দিলেন স্ত্রী অড্রে
নতুন বছরের শুরুতে বন্ধু শার্দুল ব্যাসকে চুম্বন করেন বিগ বস ১২-র প্রাক্তন প্রতিযোগী৷ যে ছবিতে দেখা যায়, শার্দুলের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে তাঁকে চুম্বন করেন 'মে আই কাম ইন ম্যাডাম'-খ্যাত অভিনেত্রী৷ নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই ছবিও শেয়ার করেন নেহা৷ টেলি অভিনেত্রীর সেই ছবি প্রকাশ্যে আসার পরই তা ভাইরাল হয়ে যায়৷

আরও পড়ুন : ইব্রাহিমকে সঙ্গে নিয়েই জলে নামলেন সারা, ভাইরাল হল ছবি
দেখুন নেহা পেনসে এবং (Shardul Bayas) শার্দুল ব্যাসের সেই ছবি...

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

নতুন বছর শুরুর আগে থেকে বিদেশে পাড়ি দিতে শুরু করেন (Bollywood) বলিউডের একাধিক সেলেব৷ (Saif Ali Khan) সইফ আলি খান, (Kareena Kapoor Khan) করিনা কাপুর খান থেকে শুরু করে বিরাট-অনুষ্কা কিংবা বরুণ ধাওয়ান, নাতাশা দালাল৷ বি টাউন সেলেবদের একাংশ জড়ো হন সুইতজারল্যান্ডে৷ অন্যদিকে পরিণীতি চোপড়া পাড়ি দেন অস্ট্রিয়ায়৷ প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাসও বছর শেষে বেড়াতে চলে যান কোনও অজানা জায়গায়৷

Read More