Home> বিনোদন
Advertisement

বাদ গেল না ২ বছরের নূরভিও, COVID-19 পজিটিভ Neil Nitin Mukesh-র গোটা পরিবার

করোনা আক্রান্ত অভিনেতা নীল নিতিন মুকেশ সহ তাঁর গোটা পরিবার। 

বাদ গেল না ২ বছরের নূরভিও, COVID-19 পজিটিভ  Neil Nitin Mukesh-র গোটা পরিবার

নিজস্ব প্রতিবেদন : বি-টাউনে যেন ক্রমাগত প্রসারিত হচ্ছে করোনার থাবা। একের পর এক তারকার করোনা আক্রান্ত হওয়ার খবর মিলছে। করোনা আক্রান্ত অভিনেতা নীল নিতিন মুকেশ সহ তাঁর গোটা পরিবার। বাদ যাননি অভিনেতার ২ বছরের মেয়ে নূরভিও। 

নীল নিতিন সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, ''বাড়িতে থেকে প্রয়োজনীয় সতর্কতা মানা সত্ত্বেও দুর্ভাগ্যক্রমে আমার পরিবার এবং আমি কোভিড ১৯-এ আক্রান্ত। আমরা পরিবারের সকলেই বাড়িতেই হোম কোয়ারেন্টাইনে রয়েছি। চিকিৎসকদের পরামর্শ মত সমস্ত বিধিনিষেধ মেনে চলছি। আপনাদের সকলের ভালবাসা এবং শুভকামনার জন্য সকলকে ধন্যবাদ জানাই। নিজের যত্ন নিন এবং নিরাপদে থাকুন! "

আরও পড়ুন-স্ত্রী কৃষ্ণার অনুরোধে প্রেম চোপড়ার সঙ্গে শ্যালিকার বিয়ের ঘটকালি করেন রাজ কাপুর, কী ঘটেছিল জানেন?

নীল নিতিন সর্বভারতীয় সংবাদ-মাধ্যমকে জানিয়েছেন, ''ভাবতে পারছেন, ছোট্ট নূরভির পক্ষে করোনার সঙ্গে লড়াই করাটা কতটা কঠিন। ভাগ্যক্রমে ওর শরীরে এখনও পর্যন্ত কোনও অস্বস্তি নেই। আমার বাবা (নিতিন মুকেশ), নমন (নীলের ভাই), রুক্মিনী (নীলের স্ত্রী) এবং নুরভি (নীল এর কন্যা) সকলেরই করোনা পরীক্ষা রিপোর্ট পজিটিভ এসেছে। তবে এখন পর্যন্ত আমার মা ঠিক আছেন।

আরও পড়ুন-অমিতাভ বচ্চনের ছোটভাই অজিতাভ সম্পর্কে এই কথাগুলি জানেন?

Read More