নিজস্ব প্রতিবেদন: অনস্ক্রিনে 'মা সীতা'র ভূমিকায় অভিনয়ের জন্য ১২ কোটি টাকা পারিশ্রমিক দাবি করেছেন করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। এই খবর ছড়িয়ে পড়তেই নেটমাধ্যমে শুরু হল 'বয়কট করিনা খানের'র ডাক।
রামায়ণকে সিলভারস্ক্রিনে আনতে চলেছেন পরিচালক অলৌকিক দেশাই। ওই ছবিতে সীতার ভূমিকায় অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছে করিনা কাপুর খানকে (Kareena Kapoor Khan)। এজন্য সইফ-জায়া নাকি ১২ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছেন! এতেই ক্ষুব্ধ হয়েছে নেট নাগরিকদের একাংশ। #BoycottKareenaKhan ডাক ট্রেন্ডিং হয়েছে টুইটারে। কেউ লিখেছেন, কীভাবে মাদকাসক্ত মা সীতার ভূমিকায় অভিনয় করতে পারেন? কারও বক্তব্য, কঙ্গনা রানাওয়াতকে প্রস্তাব দেওয়া হোক। কারও কটাক্ষ, সীতা নয় সূর্পনখার ভূমিকায় মানাবে করিনাকে। কারও প্রশ্ন, তৈমুরের মা কীভাবে সীতা হতে পারে?
#BoycottKareenaKhan
— Shahcastic Mota bhai (shahcastic) June 12, 2021
Who can play role of Mata Sita perfectly?
for Kangana. Like for Kareena pic.twitter.com/CZnuBHNaDy
#BoycottKareenaKhan
— Rahul Srivastava (@rytzrahul) June 12, 2021
Only Sita we know is pic.twitter.com/CDQyXl5iUM
Boycot Boycott Boycott
— Rajesh Jha (@rajeshjha09) June 12, 2021
No Question #BoycottKareenaKhan pic.twitter.com/iBVuw8EqWk
Remember the way she arrogantly replied to public that it's you idiots who make us star,
— ۗۗۗۗۗۗۗۗۗۗۗۗۗۗۗۗDr. Mauni Upadhyay () (@Mauni94) June 12, 2021
Don't watch my flims, I don't care.
Let's not watch such unworthy people .
She playing in mythological film is disgusting#BoycottKareenaKhan pic.twitter.com/Pr0UUHvTf7
Taimur's mother can never be accepted in Goddess Sita's character.#BoycottKareenaKhan
— Arvind Saini रग-रग में राष्ट्र (@iArvindSaini) June 12, 2021
একটি সূত্র জানাচ্ছে, সাধারণত ৬ থেকে ৮ কোটি টাকা পারিশ্রমিক চান করিনা (Kareena Kapoor Khan)। কিন্তু 'পিরিয়ড ড্রামা'য় ৮ থেকে ১০ মাস সময় দিতে হবে। প্রস্তুতিও বিস্তর। সে কারণে অতিরিক্ত পারিশ্রমিক দাবি করেছেন অভিনেত্রী। যদিও এব্যাপারে আনুষ্ঠানিকভাবে নির্মাতা বা অভিনেত্রীর তরফে কোনও বিবৃতি আসেনি।
আরও পড়ুন- সাহসী তাপসীর 'হাসিন দিলরুবা'-র ট্রেলার প্রকাশ্যে, উৎসাহ বাড়ছে দর্শকের