Home> বিনোদন
Advertisement

২৫শে বৈশাখ উপলক্ষ্যে স্বস্তিকা মুখোপাধ্যায়ের নতুন অ্যালবাম

২৫শে বৈশাখ উপলক্ষ্যে নতুন অ্যালবাম আমার মুক্তি আলোয় আলোয়। এই প্রথমবার রবীন্দ্রসঙ্গীত গাইলেন স্বস্তিকা মুখোপাধ্যায় এবং সন্তু মুখোপাধ্যায়। আজ মুক্তি পেল টাইটেল ট্যাকের ভিডিও। 

২৫শে বৈশাখ উপলক্ষ্যে স্বস্তিকা মুখোপাধ্যায়ের নতুন অ্যালবাম

ওয়েব ডেস্ক: ২৫শে বৈশাখ উপলক্ষ্যে নতুন অ্যালবাম আমার মুক্তি আলোয় আলোয়। এই প্রথমবার রবীন্দ্রসঙ্গীত গাইলেন স্বস্তিকা মুখোপাধ্যায় এবং সন্তু মুখোপাধ্যায়। আজ মুক্তি পেল টাইটেল ট্যাকের ভিডিও। 

প্রথাগতভাবে গান না শিখলেও রবীন্দ্রনাথের গানের প্রতি টান তাঁর চিরকাল। ছোটবেলা থেকে বাবা সন্তু মুখোপাধ্যায়ের গলায় শুনেছেন এমন কিছু রবি গান, যা কেবল তাঁর বাবার গলাতেই ভালো লাগে। পাঁচ বছরের চেষ্টায় সন্তু-স্বস্তিকাকে নিয়ে এমন অসাধ্য সাধন করলেন পরিচালক সত্রাজিত্‍ সেন। প্রথমে খালি গলায় গানের ডাবিং, তারপর যন্ত্রানুসঙ্গ।

এই অ্যালবামের টাইটেল ট্র্যাক ভিডিও আকারে বের  হল, যার শুটিং-এ হাজির একমাত্র ২৪ঘণ্টা। শ্রীরামপুরের হেরিটেজ বিল্ডিং ইউনিক লজে হল শুটিং। রবীন্দ্রনাথের গানে বাবা-মেয়ের এই নিবেদন দেখুন এই রবিবার, সন্ধ্যা সাড়ে সাতটায়, কলকাতা কালচারে।

 

Read More