Home> বিনোদন
Advertisement

সনিকা মৃত্যু তদন্তে নয়া সূত্র

সনিকা মৃত্যু তদন্তে নয়া সূত্র। কেনও দুর্ঘটনার পর ছ'কিলোমিটার দূরের হাসপাতালে গেলেন বিক্রম, কাটল এই ধোঁয়াশা।

সনিকা মৃত্যু তদন্তে নয়া সূত্র

ওয়েব ডেস্ক : সনিকা মৃত্যু তদন্তে নয়া সূত্র। কেনও দুর্ঘটনার পর ছ'কিলোমিটার দূরের হাসপাতালে গেলেন বিক্রম, কাটল এই ধোঁয়াশা।

আরও পড়ুন- বিক্রমের গাড়ি দুর্ঘটনা, মডেল সনিকার মৃত্যু; রহস্যের জট খুলল?

পুলিস সূত্রে খবর, ওলা ড্রাইভারের প্রস্তাবেই সনিকাকে রুবি হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন বিক্রম। সেই রাতে ঘটনাস্থলের কাছেই ছিলেন ওই ওলা ড্রাইভার। সূত্রের খবর, দুর্ঘটনা দেখে এগিয়ে যান তিনি। তাঁর কাছে সাহায্য চান বিক্রম। এরপরই দু'জনকে তিনি গাড়িতে তুলে নেন বলে পুলিসকে জানিয়েছেন ওলা চালক। তাঁর দাবি, বিক্রম তাঁকে বলেছিল মেডিকা হাসপাতালে নিয়ে যেতে। কিন্তু তিনিই তখন বলেন, রুবি কাছে পড়বে তাই সেখানেই যেতে।

Read More