Home> বিনোদন
Advertisement

মা হয়েছেন, এবার বিয়ের পিঁড়িতে বসছেন বলিউড অভিনেত্রী

ইতালিতে বসবে বিয়ের আসর 

মা হয়েছেন, এবার বিয়ের পিঁড়িতে বসছেন বলিউড অভিনেত্রী

নিজস্ব প্রতিবেদন: সবে সবে মা হয়েছেন। ফলে পূর্ব পরিকল্পনা সব বাতিল হয়ে গিয়েছে। এবার নতুন করে নতুন জীবনের পরিকল্পনা করছেন বলিউড অভিনেত্রী অ্যামি জ্যাকসন।
সম্প্রতি অ্যানড্রেস নামে এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অ্যামি। মা হওয়ার পর পরই অক্ষয় কুমারের নায়িকা জানান, ২০২০ সালে বিয়ে করছেন তিনি। বন্ধু জর্জের সঙ্গে ইতালিতে বসবে তাঁদের বিয়ের আসর। ইতালির সমুদ্র সৈতকেই বসবে অ্যামি এবং জর্জের বিয়ের আসর। 

আরও পড়ুন : কোলে সদ্যোজাত, হাসপাতাল থেকেই স্তন্যপানের ছবি শেয়ার করলেন অ্যামি

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

প্রসঙ্গত ২০১৯-এর প্রথমে দীর্ঘদিনের বন্ধু জর্জের সঙ্গে বাগদান পর্ব সেরে ফেলেন অ্যামি। চলতি বছরের শেষেই তাঁদের সাতপাকে বাঁধা পড়ার কথা ছিল। কিন্তু বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন 'সিং ইস ব্লিং' অভিনেত্রী। ফলে মা হওয়ার পরই জর্জের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবে বলেও জানান অ্যামি জ্যাকসন। 

Read More