জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গুরুতর অসুস্থ নিক জোনাস। ইতোমধ্যেই একাধিক কনসার্ট বাতিল করেছেন সংগীতশিল্পী। হঠাৎ কী হল প্রিয়াঙ্কা-পতীর? নিজের অসুস্থতার কথা নিজেই জানিয়েছেন নিক।
সম্প্রতি নিক ইনস্টাগ্রামে ভিডিয়ো পোস্ট করেন। সেখানেই তাঁকে বলতে শোনা যায়, 'আমার কাছে শেয়ার করার মত কোনও ভালো খবর নেই। কিছুদিন আগেই আমার শরীর ভালো ছিল না। ঘুম থেকে ওঠার পর আমার গলা বসে গিয়েছিল। গত দুই-আড়াই দিন ধরে আমি সারাদিন বিছানায় শয্যাশায়ী। জ্বর, শরীরে ব্যথা।'
আরও পড়ুন:Rafiath Rashid Mithila: ব্যাভিচারের বিরুদ্ধে লড়াই করে দাদা সাহেব পেলেন 'অভাগী' মিথিলা...
তিনি আরও উল্লেখ করেছেন যে, ডাক্তারের কাছে চেকআপ করা সত্ত্বেও তাঁর শরীর ভালো হয়নি। নিক জোনাস আরও বলেন, 'আমাকে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে হবে। তোমাদের হতাশ করতে আমার একদম ভালো লাগে না। তোমরা আমাকে অনেক সাপোর্ট করে এসেছ। অনেকেই সেই শোতে আসার জন্য অনেক দূর থেকে এসেছেন। শুধু বলতে চাই, আমি খুবই দুঃখিত। আমি অনেক চেষ্টা করেছি এটাকে হারানোর।'
ক্যাপশনে নিক লেখেন, 'হাই গাইজ। ইনফ্লুয়েঞ্জার খারাপ স্ট্রেনে আমি আক্রান্ত। এই মুহূর্তে আমি গান গাইতে পারব না। আমরা সবসময় চেষ্টা করি আপনাদের সেরা শো উপহার দিতে। কিন্তু এই সময়ে মেক্সিকোতে শো করার মতো সক্ষম নই।'
ফ্যানেদের কাছে ক্ষমা চেয়ে নিক জোনাস যোগ করেছেন, 'আপনাদের অসুবিধার জন্য আমরা দুঃখিত। আমি সবাইকে খুব ভালোবাসি। এই শোগুলো ফের আগস্টে আমরা করব। মেক্সিকো সিটিতে হবে ২১ ও ২২ আগস্ট। মন্টেরে হবে ২৪ ও ২৫ আগস্ট।'
নিকের এই পোস্টে অনেকে ফ্যানেরাই উদ্বিগ্ন। কমেন্টে ভরে গিয়েছেন। একজন লিখেছেন, 'বেচারা নিক।' আবার কেউ লেখেন, 'ওএমজি! শীঘ্রই সুস্থ হয়ে উঠুন নিক।'
আরও পড়ুন:Hiran on Dev: মৃত্যুর মুখ থেকে ফিরলেন দেব, ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা স্বীকার হিরণের...
জানা গিয়েছে, জোনাস ব্রাদার্সের কনসার্ট শীঘ্রই আয়ারল্যান্ডে অনুষ্ঠিত হবে। এরপর সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে, অস্ট্রিয়া, জার্মানি, স্পেন, ইতালি এবং সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হবে। ১৬ অক্টোবর পোল্যান্ডে অনুষ্ঠিত হবে শো। চলতি বছরের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডে তাঁদের প্রথম শো অনুষ্ঠিত হতে চলেছে।
কিছু মাস আগেই নিক সস্ত্রীক মুম্বই এসেছিলেন। লম্বা ছুটি কাটিয়ে নিজের স্বাভাবিক জীবনে ফিরে যান প্রিয়াঙ্কা-নিক। মার্কিন মুলুকে ফিরে যাওয়ার আগে নয়ডায় তাঁরা হোলি উৎসবও জমিয়ে পালন করেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)