Home> বিনোদন
Advertisement

কাজের চাপকে 'Cool' করতে 'হট' ভ্যাকেশন নিমরত কউরের

এত 'হট' নিমরত কউরকে আগে দেখা যায়নি। ঠিক যেমনটা দেখা গেল কানাডায় ছুটি কাটাতে গিয়ে। বিকিনি পরে হট অ্যান্ড বোল্ড।

কাজের চাপকে 'Cool' করতে 'হট' ভ্যাকেশন নিমরত কউরের

ওয়েব ডেস্ক : এত 'হট' নিমরত কউরকে আগে দেখা যায়নি। ঠিক যেমনটা দেখা গেল কানাডায় ছুটি কাটাতে গিয়ে। বিকিনি পরে হট অ্যান্ড বোল্ড।

একটানা কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলেন 'এয়ারলিফ্ট' নায়িকা। একটা ছুটি ভীষণ রকম দরকার হয়ে পড়েছিল। আর তাই নিজের মত করে ছুটি কাটাতে ডেস্টিনেশন কানাডা। সেখান থেকেই ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি পোস্ট করেন নিমরত। যে ছবি দেখলে তাক লেগে যাবে আপনার। আপনারও মনে হবে, ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ি।

সদ্য আমেরিকান টিভি শো 'হোমল্যান্ড'-এর শুটিং শেষ করেছেন নায়িকা। 'ওয়েওয়ার্ড পাইনস'-এ দ্বিতীস সিজনেও দেখা যাবে তাঁকে।

Read More