Home> বিনোদন
Advertisement

সেপ্টেম্বরেই মা হতে চলেছেন, বেবি বাম্পের ছবি নিজেই পোস্ট করলেন নুসরত

এবার নিজেই বেবি বাম্পের ছবি শেয়ার করলেন নুসরত। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে লিখলেন, 'উদারতা সব বদলে দেয়'। 

সেপ্টেম্বরেই মা হতে চলেছেন, বেবি বাম্পের ছবি নিজেই পোস্ট করলেন নুসরত

নিজস্ব প্রতিবেদন:  বেশ কিছুদিন ধরেই শিরোনামে নুসরত জাহান। মা হতে চলেছেন তিনি। সেপ্টেম্বরেই সন্তানের জন্ম দিতে চলেছেন অভিনেত্রী-সাংসদ। অনেকদিন ধরে জল্পনার পর অবশেষে শিলমোহর পড়েছে তাতে। এবার নিজেই বেবি বাম্পের ছবি শেয়ার করলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে লিখলেন, 'উদারতা সব বদলে দেয়'। 

নুসরতের মাতৃত্বের খবর প্রকাশ্যে আসা মাত্রই তাঁকে নিয়ে অজস্র মিম তৈরি হয়। নেটনাগরিকদের মন্তব্য, ট্রোলিংয়ের শিকার প্রায় রোজই হচ্ছেন অভিনেতা-সাংসদ। নুসরতের সন্তানের পিতৃপরিচয় নিয়ে রোজই হাজারো প্রশ্নের মুখোমুখি হচ্ছেন নায়িকা। তাঁর সঙ্গে তাঁর স্বামী বা সহবাস-সঙ্গী নিখিল জৈনের সম্পর্কের দূরত্ব আর অভিনেতা যশের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে রোজই অজস্র প্রশ্নের মুখে পড়তে হচ্ছে নুসরতকে। 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nusrat (@nusratchirps)

প্রেম, বিয়ে, বিচ্ছেদ নিয়ে সম্প্রতি রোজই চর্চায় রয়েছেন সাংসদ, অভিনেত্রী নুসরত জাহান। নুসরত এবিষয়ে অবশ্যে 'স্পিকটি নট'। তবে প্রায় রোজই ইনস্টাগ্রাম স্টোরি কিংবা কোনও না কোনও পোস্টের মাধ্যমে নিজের বিভিন্ন ভাবনা প্রকাশ করতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। যা চর্চায় উঠে আসছে।

প্রসঙ্গত, ২০১৯-র ১৯ জুন, তুরস্কে ঘটা করে নিখিল জৈন (Nikhil Jain)-এর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন  সাংসদ, অভিনেত্রী নুসরত জাহান। প্রথমদিকে নুসরত-নিখিলের সুখী দাম্পত্যের ছবি নজরে এলেও বিয়ের দেড় বছরের মাথাতেই সেই সংসার ভেঙেছে। নিখিল অবশ্য জানিয়ে দিয়েছেন তিনি নুসরতের সন্তানের বাবা নন। 

Read More